জীবনের উদেশ্য খুঁজে বেড়াই! পার্ট ৩
প্রথমেই কিছু সৃতি চারন..
সৃতি চারণ ১:
স্ট্যান্ডার্ড ফর, রমজানের দ্বিতীয় দিন, ক্লাসে একমাত্র আমিই সেদিন রোজা রাখিনি, নব্য ইসলাম দীক্ষিত টিচার এসে সবার সামনে দাঁড় করিয়ে সেই কি লজ্জা!
“সেম অন ইয়উ সামি, সেম অন ইয়উ”
খেয়াল আছে, লজ্জায় রাগে সেদিন সারা রাত ঘুমাতে পারিনি
প্রতিজ্ঞা করেছিলাম, কখনো রোজা না ভাঙ্গার এবং ধর্ম নিয়ে কাউকে খোঁচা না মারার
আজ অব্দি ইচ্ছাকৃত রোজা ভাঙ্গিনি বা ধর্ম নিয়ে খোঁচা দেই না!
এ ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স: রাগ এবং জিদ
সৃতি চারণ ২.
এ লেভেলের রেসাল্ট খারাপ হোল। বিশাল এক ধাক্কা খেলাম, আম্মা বেশ মন খারাপ করল, আমারও মন ভিশন খারাপ!
আবারো প্রতিজ্ঞাবদ্ধ, কখনো পরাশুনায় অনিহা দেখাব না।
পরবর্তীতে পড়ালিখা নিয়ে কখনো কথা শুনতে হয়নি
এ ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স: দুঃখ এবং কষ্ট
সৃতি চারণ ৩.
বিয়ের প্রোগ্রাম করবো, ধুম ধাম করে করবো, ভালো কোন জায়গাতেই করবো, না হলে লোকে কি বলবে? লোন নিলাম
ড্রাইভিং ফোর্স: লোকে কি বলবে
সৃতি চারণ ৪
প্রথম চাকরি, অনেক স্বপ্ন, কিছু করে দেখানোর স্পিরিট, সেই স্পিরিট ফুটো হোল কলিগদের বুল্লিং এর কারনে। সেই বিভিশিকাময় দিন গুলো, প্রতিটি দিন আতঙ্কে থাকতাম, অজানা ভয়, না জানি আজ আবার কি বেজ্জতি হতে হয়?
এক্সত্রা এফরট ও এক্সট্রা আওওার কাজ শুরু করলাম।
সে সময় প্রতিজ্ঞা করেছিলাম, আমার কোন অধিনস্তকে এই বলিং এর স্বীকার হতে দিবো না, কোন নুতুন কলিগকে টনটিং করবো না, জানি না পারছি কিনা, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি
এক্সট্রা কাজের ড্রাইভিং ফোর্সঃ ভয়
সৃতি চারণ ৫
বাইক কিন্তেই হবে, মার ক্রেডিট কার্ড
নিউ গেজেট কিনতেই হবে, মার ক্রেডিট কার্ড
ইফতারে লা মেরিডিয়ানের বুফে খেতেই হবে, মার ক্রেডিট কার্ড
ড্রাইভিং ফোর্সঃ মনের খুয়াইশ
লোক দেখানোর বা মনের খুয়াইশ পিছে ছুটতে গিয়ে, বেতনের সিংহ ভাগই যেতে শুরু করল লোণের পিছে
হুশ ফিরল, আবারো প্রতিজ্ঞা করলাম, লোক দেখানো বা মনের খুয়াইশ আর নয়!
এক এক করে সব কটা কার্ড ফেরত দিলাম, সাথে পাহাড় পরিমান ব্যাংকের লোন [আরেক মিরাকেলের গল্প]
আজ আমি ঝারা হাত পা
=================================
আমাদের প্রত্যেকেরি সময় অসময়ে রাগ, দুঃখ, ভয়, লোক দেখানো বা মন ভুলান পাল্স আমাদেরকে ড্রাইভ করে। এবং এর মাধ্যমে বেশ অর্জনও আসে তবে খেয়াল করেছেন কি, সেই ফোর্স গুলোর এক্সপেরিএন্স কনটাই সুখকর ছিল না।
তবে এমন একটি ফোর্স আছে যা আমাদেরকে নেগেটিভ ইমশন ছারাই ড্রাইভ করার শক্তি রাখে, এনে দেয় প্রশান্তি আর আনন্দ
ছোট্ট এক্সামপ্ল দেই,
কখনো কি কাউকে কোন অকারন হেল্প করে দেখেছেন? যেমনঃ
কেউ রাস্তা পার হতে পারছে না, পার করে দিলেন
ভারি কিছু উঠাতে পারছে না, এগিয়ে গেলেন
কেউ ঋণ গ্রস্ত, একটু হেল্প করলেন
কেউ খুদার কথা বলতে পারছে না, গপনে চাল কিনে দিলেন
অফিসে রিপোর্ট করতে পারছে না, করে দিলেন
মেইল লিখতে পারছে না, লিখে দিলেন
বয়স্কেক কাউকে দেখে সিট ছেঁড়ে দিলেন
খেয়াল করে দেখুন, তাদের কৃতজ্ঞ চিত্ত আজ অব্দি আপনাকে নাড়া দিয়ে উঠে! ঠটের কিনারায় মনে অজান্তেই হাসি ফুটে উঠে।
লক্ষ করুন, প্রতিটি ঘটনাই কেমন সেলফ লেস
আর আপনার এই একেকটি সেলফ লেস সার্ভিস কিন্তু ছিল সাদাকা [সহি বুখারি ৬০২১]
প্রথম পর্বে বলেছিলাম এই সেলফ লেস সার্ভিস গুলোই হোল লাইফের অন্যতম পারপাস
এগুলো প্রাকৃতিক ভাবেই বিল্ট ইন, তাই আপনার ন্যাচারাল ফ্রিকুএন্সিতে তা রেসনেট করে
তাই কোন ভাবে যদি আপনার লাইফের ফচাস এই সারভিস পারপাস কেন্দ্রিক করে ফেলতে পারেন দেখবেন জীবনটি হটাত করেই পিসফুল হয়ে উঠেছে
এই সারভিস কেন্দ্রিক পারপাসটি খুব ইম্পরট্যান্ট
এটা ছাড়া জীবনটি এক গন্তব্য বিহিন যাত্রা, উদ্দেশ্য বিহিন পথ, ঘটনা বিহিন এক নাটক।
চলছে তোঁ চলছেই।
হতে পারে আপনার জীবনে অনেক বেস্ততা, ছুটছেন অবিরাম গতিতে
একটু প্রশ্ন করুন,
গতি মানেই কি এগিয়ে যাওয়া , গতি মানেই কি অগ্র-গতি?
সারভিস কেন্দ্রিক পারপাস থাকলে জীবনে অরথবহ হয়, সহজ হয়, ফকাসড হয়, মটিভেশন আসে আর সবথেকে ইম্পরট্যান্ট, আসে অনন্ত জিবন পারি দেয়ার আদম্ম শক্তি
এই জিবনেও যেমন প্রশান্তি বয়ে আনবে তেমনি পর কালেও শুফলতা ভোগ করবেন
রাসুলুল্লাহ জানিয়েছেন,
কেউ যদি তাঁর কোন বিশ্বাসী ভাইয়ের দুরদশা দূর করে তাহলে আল্লাহ হাশরের দিনে তাঁর দুরদশা দূর করে দিবেন।
যদি কারো কঠিন সময়ে দূর করতে সাহায্য করেন তাহলে আল্লাহ সেই দিনে আল্লাহ তাঁর সব হিসেব সহজ করে দিবেন
অন্য বিশ্বাসী ভাইয়ের যদি দোষ লুকিয়ে রাখে তাহলে আল্লাহ এখানে এবং ওখানে দুজাগাতেই আপনার দোষ লুকিয়ে দিবেন
মোট কথা আপনার ভাইয়ের পিছন সামলান আল্লাহ আপনার পিছন সামলে দিবে … [সহি মুস্লিম ২৬৯৯a]
মহাম্মাদ আলির খুব সুন্দর ভাবে বিষয়টি বলে গিয়েছে
“Service is the rent we pay for our room on this earth”
অর্থাৎ
পৃথিবীতে বাস করার বাড়ি ভাড়াটাই হল সারভিস
আর
আর এই সারভিস হল ইবাদাহ!
Leave a Comment