জীবনের উদ্দেশ্য খুঁজে বেড়াই পার্ট ১০

লাইফের পারপাস কি?
এই উত্তর বিজ্ঞানের পুস্তকে পাওয়া যায় না,
পাওয়া যায় থিওলজিতে
তবে এই থিওলজিতে আবার আছে হাজারটা মতবাদ
যুগে যুগে এতো এতো থিওরি এসেছে যে একটা সময় গিয়ে নিজেকে হারাতে বসেছিলাম
কোরানের এক্সপ্লানেশন যদি না পেতাম হয়তো হারিয়েই ফেলতাম
দেখি, লাইফের পারপাস সম্পর্কে স্বয়ং স্রষ্টা কি বলছেন?
এই বিষয়ে, তিনি তিন জায়গাতে তিনটি স্টেটমেন্ট দিয়েছেন।
এই তিনটি স্টেটমেন্ট একসাথে করলে পাওয়া যায় একটা বিগার পিকচার
প্রথম স্টেটমেনটটি তো আমরা মোটামোটি সবাই জানি
“আমি মানুষ এবং জীনকে আমার ইবাদাহর জন্য বানিয়েছি” কুরআন ৫১:৫৬
অর্থাৎ প্রথম উদ্দেশ্য হলো তাকে সার্ভ করা
ভুল হয় যখন ভাবি কর্তব্য এখানেই শেষ
কেননা একটা ঘটনা আমরা কেন জানি বারবার ভুলে যাই ,
আর তা হলো হযরত আদমের সৃষ্টির কহানি
আল্লাহ এঞ্জেলসদেড় সেকেন্ড স্টেটমেন্টটি দিলেন:
“আমি পৃথিবীতে একজন খলিফা বা রিপ্রেসেন্টেটিভ বানাতে চাই” [২:৩০]
প্রশ্ন হলো এই খলিফা আবার কি?
খলিফা হলো সেই বেক্তি,
যে একজনের অনুপুস্থিতিতে আরেকজনকে টেক কেয়ার করে থাকে!
অর্থাৎ একজন কেয়ারটেকার!
অর্থাৎ আল্লাহ যখন মানুষকে পৃথিবীতে প্লেস করেছেন
তিনি এই জন্য করেছেন যেন আমরা একে ওপরের এবং তার অন্যান্য সৃষ্টিকুল কে টেক কেয়ার করতে পারি!
এই বুঝাটা একটা বিশাল শিফট
আমরা এসেছি সো দেট একে ওপোরকে টেক কেয়ার করতে পারি!
এবার আসি তার ফাইনাল স্টেটমেন্টে:
“তোমার প্রতিপালক তোমাদের প্রতি যেন মারসি শো করতে পারেন, এই কারণেই তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন” সূরা হুদের ১১:১১৯ আয়াত
এবার একটা সার্কেল পুরো হলো, তিনটা বিষয়:
ইবাদাহ, কেয়ারটেকার আর মার্সি
এই তিনটে বিষয় এক করে বলা যায়,
আমরা যখন স্রষ্টাকে বা তার সৃষ্টিকে সার্ভ করি
তখন আমরা তাঁর মার্সি এট্ট্রাক্ট করি,
আর আলটিমেট মারসি হলো যাননাহ
উনি আমাদের টেস্ট করছেন যে,
আমরা কি আসলেই তাঁকে আর তার সৃষ্টিকে সার্ভ করছি?
আমরা কি আসলেই এই পৃথিবীটাকে একটা বেটার প্লেস বানাচ্ছি?
যদি করে থাকি
তাহলে তার দোয়ায় অপেক্ষা করছে এক বিশাল মার্সি যা চলবে অনন্ত কাল!
Share: