মেন্টাল মডেলের পার্ট ১০
এক দেশে এক দর্জি ছিল
গরিব তবে স্কীলড
নিজ চেষ্টায় আস্তে আস্তে সফলতার শিখরে উঠলো
প্রথমে সে ছোট একটা দোকান দিলো
তা থেকে কয়েকটা ব্রাঞ্চ হলো
এখন নামি দামি সেলিব্রেটিরা তার কাছ থেকে ডিসাইন নেয়ার জন্য পাগল
দর্জির এখন অনেক অর্থ সম্পদ
এখন তাই স্বপ্ন পূরণের সময়
মক্কা গেলো ওমরার জন্য
দেশে ফিরতেই আত্মীয়স্বজন ঘিরে ধরলো
কেউ জমজম, কেউ দুআ আর কেউ কেউ বা কুশল বিনিময় করলো
সবাইকে হায় হেলো বলতে বলতে ক্লান্ত দর্জি বড় নিউজটা দিয়েই ফেললো
“জানো! আমি কাবার ইমামের সাথে দেখা করেছি!”
“শুধু তাই না, তিনি তার বাসায় দাওয়াতও দিলেন!”
-ওয়াও! বলে কি?
-তো, কেমন দেখলে উনাকে?
-কেমন উনি?
সবার প্রশ্ন!
দর্জির কিছুক্ষন চিন্তা করে উত্তর দেয়
ওঁম! টিভিতে যা দেখি, সামনা সামনি তিনি আরো বিশাল
কোমড় তো ৪২ হবেই!
সবার মাথায় হাত!
কি বলবে না বলবে খুঁজে পাচ্ছে না, তবে
আমারও কি সেই বোকা দর্জির মতো নোই?
যারা সবাইকে নিজের ফিতায় মেপে বেড়াচ্ছি?
Leave a Comment