টেস্টটা আসলে আমাদের!

ইসরাইল আবারো একটি হসপিটালে বোমা ফেলেছে”
“গুড়িয়ে দিয়েছে আরেকটি মসজিদ”
“হতাহতের সংখ্যা প্রচুর”
জানি
এই নিউজ গুলো শুনতে আর ভালো লাগছে না
লাগার কোথাও না
তাইতো যখনি এমন খবর নিউজ ফিডে আসে
তাড়াতাড়ি স্ক্রল করে চলে যাওয়া হয়
বলি কি?
এটা করবেন না!
অ্যাটলিস্ট একটা রিয়্যাক্ট দিয়ে ছোট করে একটা দুয়া করে ফেলুন
কারণ সোশ্যাল অ্যালগরিদম গুলো ডিজাইনই করা হয়েছে এমন ভাবে যেন
আপনার পছন্দের কনটেন্ট গুলোই শুধু চোখে ভাসে
আপনি রিএক্ট বা শেয়ার না দিলে ফলশ্রুতি?
একটা সময় গিয়ে এই রিলেটেড কন্টেন্ট আর দেখবেন না
আপনি আর জানবেন না কি অমানবিক ঘটনা ঘটছে সেখানে
জানি তাদের অবস্থায় খারাপ লাগছে
জানি হৃদয় হয়ত আর নিতেও পারছে না
মনে হচ্ছে
আল্লাহ কোথায়?
সাহায্য আসছে না কেন?
এমনটা ভাবনার কারণ আমাদের লিমিটেড ফ্রেম অফ রেফারেন্স
সত্যি বলতে কি
যারা শহীদ হচ্ছেন তারা কিন্তু অতটা কষ্ট নেই
কারণ আল্লাহ বলেই দিয়েছেন বাকারার ১৫৪ নাম্বার আয়াতে
“তোমরা শহীদদের মৃত বলো না
তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত!”
অর্থাৎ আমরা যেই আন্ডারস্টেন্ডিং নিয়ে পৃথিবীটাকে দেখছি
রিয়ালিটি তা থেকে বেশ ভিন্ন
আর যদি তাদের মৃত্যু যন্ত্রণার কথা কষ্ট পেয়ে থাকেন
তাহলে জেনে রাখুন
মৃত্যু একদিন আসবেই!
আর শহীদের মৃত হলো সব থেকে আরাম দায়ক মৃত্যু!
কারণ আমার রাসূল জানিয়েছেন [তিরমিযীর ১৬৬৮]
“শহীদরা মৃত্যু পেইন ফিল করে না
করলেও সেটা হয় জাস্ট একটা পিঁপড়ার কামড়ের মত”
আরেক তাফসীরে পেয়েছি
“মারা যাবার পর কাউকে যদি আবার দুনিয়াতে ফেরত পাঠানোর অপশন দেয়া হয়
তখন শহীদরা সবার আগে না করে দিবে
কারণ তারা এতটাই বেটার কন্ডিশনে আছে”
অর্থাৎ
তারা এই মুহূর্তে আসলেই অনেক ভালো কন্ডিশনে আছে
তাই শোক কে প্রশ্রয় না দিয়ে
ফিড গুলোকে ইগনোর না করে আপনা ভয়েস চালু রাখুন
ইসরাইলের এই আগ্রাসনের চিত্র তুলে ধরুন
মনে রাখবেন
এই আগ্রাসন ফিলিস্তিনিদের জন্য কোনো টেস্ট না
টেস্টে তারা অলরেডী পাস করে ফেলেছে
টেস্টটা আসলে আমাদের
আমাদের সামর্থ্য অনুযায়ী কি করছি বা কি করতে পারছি সেটার!
Share: