দুটো অলিখিত নরমস
বিসির (ব্রিটিশ কলম্বিয়ার) দুটো অলিখিত নরমস ভালো লেগেছে
এক: বাসের জন্য লাইন ধরে অপেক্ষা করা,
যেন সবাই ইসিলি হপ অন ও হপ অফ করতে পারে
আর দুই, এস্কেলেটরে উঠেই বা পাশটি খালি রেখে দাঁড়িয়ে যাওয়া
যেন সবাই ইমার্জেন্সিতে ইসিলি নেভিগেট করতে পারে
সভ্য এই দুটো নর্মস কিন্তু চাইলে আমরাও এডাপ্ট করতে পারি!
খুব বেশি এফোর্ট লাগবে না,
জাস্ট প্রাথমিক স্কুল গুলাতে এটিকেইট এবং নর্মস নামক একটা ক্লাস চালু করলেই আশা করি হয়ে যাবে!
Leave a Comment