নেক্সট টাইম কাউকে হেল্প করতে গেলে বিষয়টা মাথায় রাখবেন
কোরানে আল্লাহ ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ডেপ্থে গিয়ে কিছু উপমা শেয়ার করেছেন
যেই উপমা গুলো আমাদেরকে সিচুয়েশন গুলো ইমাজিন করে ফিল করতে বাধ্য করে
তেমনি একটা ইন্টারেস্টিং উপমা এসেছে বাকারার ২৬৪, ২৬৫ এবং ২৬৬ আয়াত জুড়ে
তিনিঁ বলছেন
ইমাজিন,
তুমি বুড়ো হয়ে গিয়েছো
তোমার সন্তানেরা এখনো ছোট ছোট
এতো দিনে তুমি গিয়ে একটা ইকোনমিক স্টেবিলিটি এচিভ করলে
যেখানে তোমার প্রপার্টিস আছে
বাগান আছে
অর্থাৎ একটা ফিনান্সিয়াল সিকিউরিটি আছে
ঠিক এমন অবস্থায় হঠাৎ একদিন এক আগুনের দমকা হাওয়া এসে সব কেড়ে নিলো!
একটু চিন্তা করতো!!
তখন তোমার কেমন লাগবে?
জি! আমি জানি, উপমাটা এ বিট স্কেরি এবং রুড!
তবে এই ভয় তিনি সবার জন্য কিন্তু ইঙ্গিত করেন নি
কাদের জন্য করেছেন জানেন?
করেছেন দুই শ্রেণীর দানশীল মানুষদের!
জি দানশীল!
এক, যারা দান করে বাট সেই দান গুলো শো অফ করে বেড়ায়
আর দুই, যারা দান করে বাট দান শেষে খোঁচা মেরে বেড়ায়.
স্রষ্টার কাছে এটা ভারী অন্যায়
কেন?
কারণ এরা অন্যের ফিলিংস নিয়ে খেলছে
তাই তিনি এমন এক শাস্তির কথা বলেছেন
যেটা কিনা সেই দুমড়ানো ফিলিংসের সমতুল্য
তিনি বলছেন
তোমাদের এই এফোর্ট বা আমল
কোনো কাজেই আসবে না!
সব নষ্ট হয়ে যাবে
এবং এটা এমন একটা সময় গিয়ে সেটা ফিল করবে
যখন আর পিছে ফিরে যাওয়ার কোনো উপায়ই থাকবে না!
পক্ষান্তরে,
যারা শো অফ করে না বা দিয়ে খোঁচা দিয়ে বেড়ায় না তাদের জন্যেও দিয়েছেন সু সংবাদ!
“যদি স্পেন্ড করো,
ভালোভাবে করো,
ভালো ইন্টেনশনে স্পেন্ড করো,
যেন সেটা লোক দেখানো না হয়
যেন সেটা শুধু আমাকেই খুশি করার জন্যই হয়”
এমনটা যদি করতে পারো
তাহলে তোমাদের আমলের উপমা হবে ওই বাগানের মতো
যেটি একটি উঁচু পাহাড়ে আছে
যেখানে যদি বৃষ্টি হয় তাহলে তোমার উৎপাদন আরো ডাবল হয়
আর যদি বৃষ্টি নাও হয় তাহলেও সমস্যা নেই
উঁচু জায়গার সেই কুয়াশাই তোমাদের ফলন কে অটোমেটিক বাড়াতে থাকবে!
অর্থাৎ ওটোমেটিক এফোর্টলেস একটা রেভেনিউ স্ট্রিম
তাই,
নেক্সট টাইম কাউকে হেল্প করতে গেলে বিষয়টা মাথায় রাখবেন
কন্সিকোয়েন্স আপনার জানা
চয়েস এখন আপনার!
Leave a Comment