রাস্তা পার
ব্রিটিশ কলম্বিয়ার রাস্তা পার হওয়াটা ইন্টারেস্টিং
বাংলাদেশে গাড়ি বা-দিক থেকে আসে
আর এখানে আসে ডান থেকে
সো একটু হিসেবে রাখতে হয়
তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হলো
এখানে কোনো রোড ডিভাইডার নাই
তাই চাইলেই যে কেউ ফোট করে দৌড়ে রাস্তা পার হতে পারে
তবে অবাক বিষয় হলো
কেউ এখানে সেটা করে না
কারণ ১০০ মিটার পর পরই আছে সিগন্যাল
সবাই ওই ১০০ মিটার হেঁটে সিগনালে গিয়ে দাঁড়ায়
দাঁড়িয়ে পোস্টে একটা বাটন চাপ দেয়
আর সাথে পোস্ট গুলো মুরগির বাচ্চার মতো চিক চিক শুরু করে দেয়
মুহূর্তেই রেড সিগন্যাল
মুহূর্তেই সব গাড়ি দাঁড়ানো
রাস্তার প্রস্থতার উপর নির্ভর করে সিগন্যাল টাইম
৮ লেইন রাস্তার হলে ৩০ সেকেন্ড
৪ লাইন হলে ১৫ সেকেন্ড
আমাদের ওখানে সিগন্যাল আছে
তবে সেটা কমান্ডিং সিগন্যাল না
সাজেস্টিভ সিগন্যাল
সেগুলো যেন একেকটা ইনফরমেশন বোর্ড
গ্রিন সাইন?
ও আচ্ছা!
থেঙ্ক ইউ ভেরি ম্যাচ
অতঃপর হন হন করে হাঁটা!
এখানে উলটো
মানুষ এখানে অন্ধের মত সিগন্যালের উপর বিস্বাস রাখে
গ্রিন মানে গ্রিন
যাওয়া যাবে না
রেড মানে রেড
কোনো দিকে আর তাকানো লাগবে না
সামনে ২০ হোইলার লরি আসলো
নাকি ফুল স্পিড বাস
রেড সাইন মানেই নিরাপদ!
নো টেনশন
চোখ বন্ধ করে রাস্তা পার হও
তার থেকেও অবাক বিষয় হলো
ভিতরের রাস্তা গুলোতে কোনো সিগন্যাল নেই
কিন্তু কোনো গাড়ি যদি আপনাকে রাস্তা পার হতে দেখে
তাহলে সাথে সাথে দাঁড়িয়ে আপনাকে পার হতে রিকোয়েস্ট করবে
বাচ্চা কিংবা বৃদ্ধ সবার জন্যই দারুণ কনভেনিয়েন্ট
আর আমার জন্য?
বিরক্তিকর!
রাস্তা পার হই
আর দীর্ঘ শ্বাস নিতে নিতে ভাবি
কবে যে দেশে যাবো
আর কবে যে
এল এন ডি লন্ডন বলে দৌড়ে রাস্তা পার হওয়ার সুযোগ পাবো?
Leave a Comment