রিং স্ট্রাকচার বাকারা এবং আল ইমরান
রিং স্ট্রাকচার নিয়ে আগে অনেক লিখেছি
আজ আর একটু ভিন্ন ডেপ্থে
রিং স্ট্রাকচার কী?
যারা জানি না তাদের একটু বলে রাখি
এটি হলো কোরানের সূরা গুলোর কন্টেন্টের এক অদ্ভুত নির্মাণ শৈলী
সাধারণত আমরা লিখি লিনিয়ার ফরমেটে
যেমন প্রথমে টপিক ১ তারপর টপিক ২, ৩, ৪ এবং ৫ তারপর ৬ এবং ৭
সব গুলো টপিক ভিন্ন হয়ে থাকে
রিং স্ট্রাকচারে এই সাজানো তা একটু ভিন্ন
এখানে টপিক ১ টপিক ৭ এর সাথে মিল থাকে
টপিক ২ মিল থাকে টপিক ৬ এর সাথে
টপিক ৩ মিল থাকে টপিক ৫ এর সাথে
আর সাধারণত সেন্ট্রাল থিম থাকে মাঝের টপিকে
এই ক্ষেত্রে টপিক ৪ এ
আগে আমরা উদহারণ হিসেবে দেখেছি সূরা ফাতিহা বাকারা, ইউসুফ, রহমান-ওয়াকিয়া এই স্ট্রাকচার ফলো করে
তবে কোরানের এই রিং স্ট্রাকচারের পাশাপাশি আরেকটা স্ট্রাকচারও কিন্তু চোখে পরে
আর সেটা হলো যুগল স্ট্রাকচার
আমরা মোটামুটি সবাই জানি কোরানের বেশ কিছু যুগল আছে যাদের থিম প্রায় এক
এর মধ্যে ফেমাস হলো লাস্ট দুটো সূরা,
সূরা ফালাক আর সূরা নাস
তবে অবাক হবেন জেনে যে
এই জোড়া থিম শুধু ছোট সূরা বা শেষের সুরাতেই সীমাবদ্ধ নয়
বরং বড় সুরা ও প্রথম দিককার সূরা গুলোতেও দেখা যায়
বেস্ট এক্সাম্পল হলো সূরা বাকারা আর আল ইমরান
যা কিনা সব থেকে বড় এবং সব থেকে শুরুর দুটো সূরা
সূরা বাকারা এবং আল ইমরান কন্ট্রাস্ট টি ইন্টারেস্টিং
বাকারা মেইনলি ইহুদিদেরকে এড্রেস করে আর আল ইমরান খ্রিস্টানদের
বাকারাতে তাওরাতের সামারি আছে আর ইমরানে ইঞ্জিলের
সূরা বাকারাতে হজরত আদমের সৃষ্টি কথা
আর ইমরান হজরত ঈসার সৃষ্টি কথা এবং বলা তারা তাদের সৃষ্টি কেমন করে অনুরূপ
তাছাড়া সূরা বাকারাতে মুসলিমদের যুদ্ধের ইন্সট্রাকশন করা হয়েছে আর
সূরা আল ইমরান মুসলিমদের যুদ্ধে কি শিক্ষা পেয়েছে সেটা বলা হয়েছে
সাধারণ দৃষ্টিতে দুই সূরাতে আরো কিছু কমন মিল পাওয়া যায়
যেমন
দুই সুরাই আলিম লাম মিম দিয়ে শুরু হয়েছে
দুই সুরাতেই ইউনিভার্সাল ব্রাদারহুড এর ইঙ্গিত রয়েছে
দুখানেই মুসলিমদের আশার বাণী শুনানো হয়েছে
যখন তারা মুশরিকদের হাতে অত্যাচারিত হচ্ছিলো
দুখানেই সুদ নিয়ে আলোচনা আছে
দুখানেই বলা হয়েছে যে শহিদরা জীবিত
দুখানেই মোমিনদের বলা হয়েছে
“তোমরা কি মনে করো
তোমাদের টেস্ট ছাড়াই জান্নাতে ঢুকানো হবে?”
পরিশেষে দুটো সুরাই শেষ হয়েছে ফেমাস দুয়া দিয়ে
তবে মিলটা কিন্তু আরো গভীর
দুটো শুরুতেই ৭ টি করে টপিক আছে
এবং দৃশ্যত তারা শুধু রিং স্ট্রাকচারই ফলো করে না
বরং তাদের প্রতিটা টপিকও একে ওপরের সাথে কানেক্টেড!
আগামীতে ইন্ডিভিজুয়াল সুরাগুলোর ইন ডেপ্ত অ্যানালাইসিস যখন দিবো তখন এর ডেপ্থটা পরিষ্কার হবে
কি অবাক লাগছে?
আমার কাছে তো এর থেকেও অবাক বিষয় হলো
দুই সূরার ৪৮৬ টি আয়াত খণ্ড খণ্ড ভাবে প্রায় ২২ বছর ধরে রিলিজড হয়েছিল
এন্ড ইয়েট তারা কি চমৎকার এক নিপুণ সুতোয় বুনো!!!
Leave a Comment