আমার রাসূল!
মাবাদ এর মা!
আমাদের ছাগী তো বন্দা,
সে এই বয়সে এতো দুধ দিলো কি করে !
বাড়ি ফিরে অবাক বিস্ময়ে জানতে চায় আবু মাবাদ
উম্মে মাবাদ মন্ত্রমুগ্ধ ভাবে তাঁকে জানায়:
“আজ অতি বরকতপূর্ণ এক অতিথি এসেছিলেন
আচ্ছা! কেমন ছিল তিনি, একটু বলতো!
তিনি ছিলেন অদ্ভুত রকমের পরিচ্ছন্ন
তাঁরা চেহারা ছিল আলোকিত
অসম্ভব সুন্দর ! অসম্ভব সুন্দর!
না উনার ভুঁড়ি ছিল,
না উনার মাথার আকার বেমানান ছিল
সুদর্শন! অতীব সুদর্শন!
কি নিখুঁত তাঁর অবয়ব!
বড় বড় চোখ!
বড় বড় পাপড়ি!
চোখের সাদাটি একদম ধবধবে সাদা
আর মনিটি ছিল একদম কাজল কালো
ভ্রূ গুলো ছিল বাঁকানো আর ঘন
গর্দানটি ঈষৎ লম্বাটে
আর কি নিখুঁত পরিষ্কার কণ্ঠ !
ঘন কালো দাড়ি আর কুচকুচে কালো চুল
তিনি যখন নীরব ছিলেন
গম্ভীরতা যেন তাকে আবরণ করে রাখছিলো
আর তিনি যখন কথা বলছিলেন
সেই গাম্ভীর্যতা থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছিলো
দূর থেকে তিনি যতটা না আকর্ষিক ছিলেন
কাছ থেকে তার থেকেও অধিক সুন্দর লাগছিলো
তার কথা গুলো ছিল খুব গুছানো
একদম স্বল্পও নয় আবার খুব দীর্ঘায়িতও না
একদম যেন মুক্তের মালার মত
তিনি যখন কথা বলছিলেন
সবাই শুনছিলো
আর যখন নির্দেশ দিচ্ছিলেন
সবাই তড়িৎ গতিতে পালন করছিলো
তিনি ছিলেন সম্ভ্রান্ত, সম্মানিত এবং শান্ত
আমি আমার জীবনে উনার মত মানুষ আগেও দেখিনি পরেও দেখিনি!
আবু মাবাদ বলে উঠেন
“আরে! তিনি তো সেই বেক্তি,
যার কথা কুরাইশরা বলাবলি করছিলো!”
আমি উনাকে দেখতে চাই
উনার কাছে যেতে চাই
উনার কথা শুনতে চাই
চলো!
উম্মে মাবাদ স্বামীকে আরো জানান
ক্লান্ত হয়ে তাঁরা যখন আমার কাছে খেতে চাইলো
আমি তাঁদের কিছুই দিতে পারিনি
তখন তিনি আমাদের এই রোগা ছাগীটির দিকে ইঙ্গিত করে বললেন
ওটা কি দুধ দেয়?
বললাম
“একদমই না”
বললেন
“আমি কি একটু দেখতে পারি”
বললাম
“নিশ্চই! তবে মনে হয় না খুব একটা কিছু হতে পারে!”
তখন তিনি ছাগীটির গায়ে হাত দিয়ে বললেন
“বিস্মিল্লাহ”
আর অমনি ছাগীটি বরকতময় হয়ে উঠলো
তিনি দুধ দোয়ালেন আর সবাইকে খাওয়ালেন
নিজে খেলেন আর কিছুটা রেখেও গেলেন
রেখে যাওয়া দুধই তুমি এখন দেখছো !
ঘটনাটি হিজরত কালীন সময়ের
যখন রাসূল মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন
পথিমধ্যে তিনি কিছুক্ষণ এর জন্য উম্মে মাবাদের তাঁবুতে বিশ্রাম নিয়েছিলেন
হাদিসটি উম্মে মাবাদ থেকে বর্ণিত [১]
তিনি ছিলেন একজন বেদুইন
পরবর্তীতে তিনি এবং তাঁর স্বামী মদিনা গিয়ে বায়াত গ্রহণ করেন
খোলা নেচারে বেড়ে উঠা বেদুইনদের অবসার্ভেশন সাধারণতো খুবই নিখুঁত হয়ে থাকে
এবং তাঁরা খুব ডিটেইলেও তাঁরা বিবরণ দিতে পারে
রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে তো আমরা অনেকে পেয়েছি
তবে তাঁর কেরেশমেটিক পারসোনা নিয়ে
এতো নিখুঁত বিবরণ
বোধহয় আর কোথায় পাওয়া যায়নি!
আলহামদুলিল্লাহ!
আমার রাসূল সব দিক থেকেই পারফেক্ট ছিলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
Leave a Comment