সাহু সেজদা!

ইদানিং নামাজে অনেক ভুল হচ্ছে
কনসাসলি নামাজ পড়ার টিপস আমি নিজেই অনেক শেয়ার করেছি
অথচ নিজেই ভুল করে বেড়াচ্ছি!
এ নিয়ে যখন বিরক্ত
ঠিক তখন খেয়াল আসে
নামাজে ভুল হলে কি করণীয়
তা নিয়ে একটা লিখা লিখলে কেমন হয়?
নামাযে ভুল হবে
এটাই বোধহয় স্বাভাবিক
আমার রসূলও ভুল করেছিলেন
তাই আসুন জানি যে
নামাজে ভুল হলে রাসূল কি করেছিলেন
করেছিলেন সাহু সাজেদা
দুটো এক্সট্রা সেজদা
সাহু সাজেদা নিয়ে অনেক বিতর্ক!
অনেকে আবার সাহু সেজদার ব্যাপারটাই জানি না!
অথচ খুবই ফান্ডামেন্টাল একটা বিষয়
আশা করি লিখাটা উপকারে আসবে
হাদিসের কিতাবে সাহু সাজেদার দুটো ওয়ে পাওয়া যায়
একটা ওয়ে হলো
সালাম ফিরানোর আগে দুটো সেজদা
আরেকটা ওয়ে হলো সালাম ফিরানোর পর দুটো সেজদা
বিষয়টা আসলে এমন
রাসূলুল্লাহ যেদিন সালাম ফিরানোর আগেই ভুল টের পেয়েছেন
সেদিন ফাইনাল সালাম ফিরানোর আগে দুটো এক্সট্রা সেজদা করে নিয়েছেন এবং
যেদিন ভুল ধরতে পারেননি
পরে সাহাবাদের কাছ থেকে জানতে পেরেছেন
সেদিন দুটো এক্সট্রা সিজদা নামাজের পরে দিয়ে নিয়েছিলেন [2]
এ হাদিস গুলোর ভিত্তিতে অনেক ফর্মুলা বের হয়েছে
যেমন: কোন কোন ক্ষেত্রে কখন সালামের আগে আর কোন কোন ক্ষেত্রে সালামের পরে সিজদা দিতে হবে ইত্যাদি ইত্যাদি
তবে আমার কাছে বিষয়টা সিম্পল
নামাজরত অবস্থায় আপনার যদি খেয়াল হয় যে আপনার ভুল হয়েছে
তখন সালাম ফিরানোর আগে তাশাহুদ, দরুদ এবং দুয়ার শেষে দুটো সেজদা দিয়ে নিবেন আর
নামাজ শেষ করার পর যদি খেয়াল হয় বা কেউ ধরিয়ে দেয়
তখন নামাজের বাইরেই দুটো এক্সট্রা সেজদা দিয়ে নিবেন
অবাক বিষয় হলো
ছোট বেলায় কিন্তু এ দুটো মেথডের একটাও শিখিনি
শিখেছি যে
ভুল হলে তাশাহুদের পর ডান পাশে সালাম ফিরাতে হবে
তারপর দুটো সিজদা দিতে হবে
তারপর আবার বসে তাশাহুদ পরে দরূদ পরে দুআ পরে সালাম ফিরাতে হবে
অবাক হলাম দেখে যে
শিখানো এ মেথডটির কোনো রেফারেন্স পেলাম না
তবে পেলাম না দেখে যে ভুল হবে
এটা ভাবার কোনো অবকাশ নেই
কারণ লক্ষাধিক হাদিসের ভিড়ে আমি না পেতেই পারি
যারা এই মেথড ফলো করছেন
আমার বিস্বাস তারা নিশ্চই জেনেই ফলো করছেন
তাই আমার অনুরোধ
কেউ যদি রেফারেন্স পেয়ে থাকেন তাহলে
একটু কষ্ট করে রেফারেন্সটি শেয়ার করে দিবেন
অনেক উপকৃত হব!
কারণ আমার রাসূল তো বলেছেন
তোমার সেভাবেই নামাজ পড় যেভাবে আমাকে পড়তে দেখেছো! [3]
অতএব নামাজটা সেভাবেই পড়তে চাই
যেমনটা আমার রাসূল পড়েছিলেন!
সহি অবস্থায় তো অবশ্যই এমনকি ভুল অবস্থায়ও!
Share: