আমি তো দেখি দেশেই আছি!

নানান বিষণ্নতার মাঝেও একটা ভালো সংবাদ
টেম্পারেচার বাড়তে শুরু করেছে
সেই সাথে তুষারপাতও বন্ধ
এখন অবশ্য ফুটপাথ গুলোয় হাঁটা দায়
রাস্তা থেকে বরফ গুলো স্ক্রেপ করে ময়লার মত পাশে স্তূপ করে রাখা হয়েছে
সাথে আছে প্যাঁচ প্যাঁচা বৃষ্টি
কালো কালো নোংরা বরফের উপর হাঁটতে গিয়ে
শুধু দেশের ড্রেইন পরিষ্কারের পর ফুটপাথের কথায় গুলোই মনে করিয়ে দিচ্ছে
অবস্থায় যখন এমন নাজেহাল
সাথে পেলাম আরেকটা বোনাস সংবাদ
বেতন বাড়াতে হবে!!!
এই দাবিতে ভেনকিউভারে আগামী ৪৮ ঘণ্টা বাস ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন
শুনেই মনটা ভালো হয়ে গেলো
একদিকে অপরিচ্ছন্ন রাস্তা অপরদিকে ধর্মঘট
আরে!!!
আমি তো দেখি দেশেই আছি!
Share: