“কাওলাজ জুর”!
আকাশে নতুন চাঁদ!
আরেকটি রামাদান!
এক দিকে খুশি
অপরদিকে কিঞ্চিৎ চিন্তার ভাজ
দিন লম্বা হতে শুরু করেছে
শেষ সাওমটি ভাঙতে ভাঙতে নাকি বাজবে সন্ধ্যা ৮ টা!
ঠিকঠাক পারবো তো?
তার থেকেও বড় আশঙ্কা
সারাদিনের এই লম্বা এফোর্ট আবার সামান্য ভুলে রিজেক্টেড না হয়ে যায়!
কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন [বুখারী ৬০৫৭]
তোমরা যদি
কাওলাজ জুর || খারাপ কাজ || ও বাজে কথা বলো
তাহলে তোমাদের রোজা রিজেক্টেড হয়ে যাবে!!!
প্রশ্ন হলো
খারাপ কাজ আর বাজে কথা না হয় বুঝলাম
তবে এই “কাওলাজ জুর” বিষয়টি আবার কি?
“কাওলাজ জুর” হলো একটা বিশাল স্পেকট্রাম
এটা দিয়ে
“মিথ্যা কথা”, “খোঁচামারা”, “পিছনে কথা লাগানো”, “কষ্ট দিয়ে কথা বলা”
এ সবই বুঝায়
অর্থাৎ আপনার হার্মফুল এবং এবিউসিভ স্পিচ গুলো হলো
“কাওলাজ জুর”
আর এখন তো এড হয়েছে আরেকটা ডাইমেনশন
“সোশ্যাল মিডিয়া”
এবিউসিভ স্পিচ এখন শুধু সামনাসামনিই হয় না অনলাইনও হয়!
বরং একটু বেশিই হয়
যেমন
কাউকে এবিউসিভ কমেন্ট করা
কাউকে নিয়ে এবিউসিভ পোস্ট দেয়া
কাউকে আবার এবিউসিভ রিপ্লাই দেয়া
ওর ইভেন কাউকে ছোট দেখানোর জন্য
একটা এবিউসিভ হাহা রিয়্যাক্ট দেয়া
এসবই কিন্তু “কাওলাজ জুর” এ অন্তর্ভুক্ত!
ইন শর্ট
কাউকে নীচু দেখানোর এক্সপ্রেশনটাই হলো
“কাওলাজ জুর”
মনে রাখবেন
এটা যদি আমরা করি তাহলে
আমাদের এফোর্ট কেবল অনাহারই হবে
কারণ এই হাদিসেই তিনি জানান
এই “অনাহার” আল্লাহর কাছে কিছুই যায় আসে না!
অর্থাৎ জিস্ট টা হলো
নো মেটার হোয়াট!
একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ইনসাল্ট করা যাবে না
সো এই রামাদানে নিজের সাথে কি দৃড় ভাবে সজ্ঞানে কনসাসলি মাইন্ডফুলি
এই প্রতিজ্ঞা
এই প্রমিস
এই সংকল্প করতে পারি না?
যে
নো মেটার হোয়াট
আজ থেকে নো মোর
“কাওলাজ জুর”!
সামনাসামনি তো না বটেই
এমনকি ভার্চুয়ালিও না!!!
Leave a Comment