নিউ ইয়ার্স ইভ!
নিউ ইয়ার্স ইভ!
ঈদের চাঁদ একদিন আগে উঠলেও
নিউ ইয়ার্সের চাঁদ এখানে একদিন পরেই উঠে
বাজার শেষ
বাজার করতে বের হয়েছি
বাসে উঠে কার্ড পাঞ্চ করতেই
ড্রাইভার বলে উঠলো
“ইটস নিউ ইয়ার্স ইভ স্যার”
“রাইড ইস ফ্রি!”
আহামরি কিছু না
তবুও বিষণ্ন মন টা ফোট করে ভালো হয়ে গেলো
বুঝলাম
খুশি হতে বড় বড় কোনো গিফটের দরকার হয় না
এমন ছোট ছোট আনএক্সপেক্টেড সারপ্রাইস গুলোই যথেষ্ট!!!
Leave a Comment