মুসলিম হতে হলে কি আমাকে পারফেক্ট হতে হবে?
এখানে এসে বেশ কিছু নন মুসলিমদের কথা শুনে বুঝলাম
ইউটিউবের সুবাদে আজ অনেকেই ইসলাম সম্পর্কে অবগত
অনেকেই ইসলাম গ্রহণ করতে চান
তবে একটা কনফিউশনের কারণে করছেন না
একটা ভুল ধারণা
আর সেটা হলো যে
মুসলিম হতে হলে আমাকে পারফেক্ট হতে হবে
মুসলিম হওয়ার পর আমি আর কোনো খারাপ কাজ করতে পারব না
মুসলিম হওয়ার পর কোন ভুল করা যাবে না
তারা ভয় পায় যে
তারা হয়তো সিন্লেস স্টেটে অটুট থাকতে পারবেন না
আর এই জন্যেই রিভার্ট হতে ভয় পায়
এবং মজার বিষয় হলো এক্সাক্টলি এটাই শয়তান চায়
সে যখন দেখে
আপনাকে মিস ইনফরমেশন দিয়ে আটকাতে পারছে না
তখন সে সাইকোলজিকাল প্লে এম্প্লয় করে
সে মাথায় আইডিয়া ঢুকায়
তুমি এখনো পারফেক্ট হও নাই
কি করে পারফেক্ট স্রষ্টার সামনে দাঁড়াবে?
তুমি কি হিপক্রেট নাকি?
আর এই পিটফলে তারা ধরা খায়
ইফেক্ট এই পিটফলে আমি আমার অসংখ্য বন্ধু ও কলিগদেরও ধরা খেতে দেখেছি
তারা বলে
আমি যে কত খারাপ তার কোনো আইডিয়া আপনার নেই
কি করে এই অবস্থায় নামাজে দাঁড়াব
উনার সাথে কি করে হিপোক্রেসি দেখাই
উত্তরে বলি
আপনি তাহলে আমাদের রবকেই ঠিক মত চিনেন নি
তিনি গফুর তিনি গাফ্ফার
তিনি রহিম তিনি রহমান
ক্ষমা করাটা তাঁর নেশা
ক্ষমা করতে তিনি ভালোবাসেন
তাই আবার বলি
ক্ষমা চেয়ে ফিরে আসুন
স্রষ্টার ক্ষমা করার ক্ষমতাকে ছোট করে দেখার ধৃষ্টতা না দেখিয়ে ফিরে আসুন!
আবার একই সাথে অনেক নৌ মুসলিমদের কাছে শুনেছি
এক দল ভাই তাদের কন্টিনাস প্রেসার দিয়ে যাচ্ছে
এটা কেন করছো
ওটা কেন করছো
এগুলো হারাম
ওগুলো হারাম
প্লিস ভাই শয়তানের কাজটা আর সহজ করতে যাবেন না
হ্যা ভালো এডভাইস অবশ্যই করবেন
তবে সেটা হতে হবে হিকমতের সাথে
সব কিছুকে একই কাতারের হারাম ঘোষণা করবেন না!
আপনি মুফতি না
আল্লাহর ওয়াস্তে দ্বীনকে কঠিন করে তুলবেন না
আজ যদি আল্লাহ আপনার রাতের অন্ধকারের ভুল গুলো সবার সামনে তুলে ধরে
তাহলে কি কাউকে আর মুখ দেখাতে পারবেন?
বলেন?
দ্বীনকে কঠিন না করে সবার কাছে আগে মেলে ধরুন
ফরজ প্রেকটিস গুলোতে উৎসাহিত করুন
দেখবেন আস্তে আস্তে নিজে থেকেই তারা সরে আসছে !
আর এতো বারাবারি কিসের?
রাসূলের কি বলেন নি যে
আমরা যদি পাপই না করি তাহলে
আল্লাহ আমাদের কে সরিয়ে দিয়ে এমন এক জাতিকে নিয়ে আসবেন
ভুল করে বার বার ক্ষমা চাইবে
আর তিনি খুশি মনে তাদের ক্ষমা কিরবেন?
তিনি কি বলেন নি?
প্রতিটা আদম সন্তান পাপী এবং সেই উত্তম
যে ভুল করার পর সাথে সাথে ক্ষমা চেয়ে নেয়!
Leave a Comment