শ্যাডেন ফ্রয়েডা

এ লেভেলের পর পর বেশ কিছু মাস ধানমন্ডির গোয়েথে (গ্যোটে) ইনস্টিটিউটে জার্মান ভাষা শিখেছিলাম
আমাদের গ্রুপটি ছিল হাসি খুশি এবং প্রাণচঞ্চল
এখনো সেই হাস্যজ্বল মুখ আর ফেলে আশা মুহূর্ত গুলো চোখের সামনে ভেসে উঠে
আমাদের শিক্ষিকা ছিলেন একজন জার্মান লেডি
আমরা ডাকতাম ফ্রাউ গাবি বলে
উনার কাছে জেনেছিলাম
জার্মান ভাষা হলো রিচ এন্ড ডিপ
সেখানে মনের ভাব প্রকাশের জন্য এমন এমন সব শব্দ আছে
যা সাধারণ ইংরেজি ভোকাবিউলারিতে নেই
তেমনি একটি শব্দ হলো
“শ্যাডেন ফ্রয়েডা”
এটি হলো দুটি শব্দের সন্ধি
“শ্যাডেন” অর্থ ডেমেজ এবং “ফ্রয়েডা” অর্থ “খুশি”
অর্থাৎ
কারো ডেমেজ বা ক্ষতি দেখে ভিতর ভিতর চাপা উল্লাস হওয়ার ফিলিংসটাই হলো “সাডেন ফ্রয়েডা”
এতদিন বিষয়টা ছিল এবস্ট্রাক্ট
তবে কিছুদিন পূর্বে জাপানের কিয়োটো ইউনিভার্সিটির নিউরো সায়াট্রি ডিপার্টমেন্টের
অধ্যাপক ডা. হিরোনবু ফুজিয়াড়া
এই “শ্যাডেন ফ্রয়েডা” কে fMRI দিয়ে ক্যাপচার করতে সক্ষম হোন
তিনি দেখান
আমরা যখন অন্যকে ডেমেজড হতে দেখি
তখন আমাদের ব্রেইনে
ডোপামিন ডি ওয়ান নামক এক হরমোন রিলিস হতে থাকে
যা আমাদেরকে খুশির একটা সেনসেশন দিতে থাকে!!!
জি বিষয়টি টুইস্টেড!
তবে আমার কেন জানি মনে হয়
এই টুইস্টেড ফিলিংসটা আমরা সবাই মোর ওর লেস এক বার হলেও জীবনে ফিল করেছি
বিস্বাস হচ্ছে না?
উদাহরণ দিচ্ছি:
উদাহরণ ১
আপনার সেই স্মার্ট কলীগটি
যে কিনা সব কিছুতেই আপনাকে ছাড়িয়ে গিয়েছিলো
হঠাৎ একদিন বোর্ড মিটিংয়ে তার ঝাড়ি খাওয়ায়
আপনি ভিতর ভিতর যেই উল্লাসটি বোধ করেছিলেন
সেটাই হলো “শ্যাডেন ফ্রয়েডা”
উদাহরণ ২
সোশ্যাল মিডিয়ার সেই ইনফ্লুয়েন্সের বেক্তিটি
যার সাফল্য অতি কম সময়ে ছিল ঈর্ষণনীয়
হঠাৎ করে তাঁর একটি খুঁত বেরিয়ে পড়লো
তার সেই পঁচানি দেখে মিটমিটে করে হাসার
ফিলিংসটি হলো “শ্যাডেন ফ্রয়েডা”
উদাহরণ ৩
স্কুলে থাকতে আপনার ক্লাসের সেই পাকনা ফ্রেন্ডটি
যেদিন কোনো একটি বিশেষ কারণে স্যারের কাছে ধরা খেয়ে গেলো
তার ধরা খেয়ে মাইর খাওয়ার দৃশ্য দেখে আপনি ও আপনার ফ্রেন্ডদের ভিতর ভিতর
পৈশাচিক আনন্দের সেই ফিলিংসটিই
হলো “শ্যাডেন ফ্রয়েডা”
উদাহরণ ৪
আপনার সেই এনয়িং প্রতিবেশীটি
যিনি ব্রাইট সন্তান নিয়ে বার বার ব্রেগ করে থাকে
তারা সেই ছেলেটি যখন কোনো ইউনিভার্সিটিতে চান্স না পায়
আর সেই কষ্ট টি যখন আপনার কাছে এসে শেয়ার করে
তাকে তখন সান্ত্বনা দেয়ার পাশাপাশি
আপনার ভিতর ভিতর লাফিয়ে উঠা উল্লাসটি
হলো “শ্যাডেন ফ্রয়েডা”
উদাহরণ ৫
পাশের বাসার ভাবির মেয়েটি
যার থেকে আপনার নিজের মেয়েটি অনেক গুনে সুন্দর
তারপরেও সেই মেয়েটির আগে আগে একটা ভালো বিয়ে হয়ে গেলো
আপনার মেয়েটির হলো না
আপনার মনে কষ্ট
তবে কিছু দিন পর খবর আসলো
কোনো এক কারণে সেই মেয়েটির ছাড়াছাড়ি হয়ে গেলো
কষ্টের এই সংবাদ টি পাওয়া সত্ত্বেও
মনে মনে স্বস্তির হাপটি
হলো “শ্যাডেন ফ্রয়েডা” !!!
আমার তো মনে হয়
আমরা হলাম এই “শ্যাডেন ফ্রয়েডার” উপর পি এচ ডি করা জাতি
যারা দিন রাত উঠতে বসতে অন্যের কষ্ট দেখে মিটমিট করে হাসি
তবে ইন্টারেষ্টিং বিষয় হলো
শ্যাডেন ফ্রয়েডার যেমন ইংরেজিতে কোনো সমার্থক শব্দ নেই,
বাংলাতেও নেই
আছে আরবিতে
আরবিতে এক্সাক্টলি এই ফিলিংসটাকে বলে শামাতা الشماتة
রাসূলুল্লাহ তিরমিযীতে [২৫০৬] নির্দেশ দিয়েছেন
“লা তুজহির শামাতা” অর্থাৎ
তোমরা শামাতা করো না অর্থাৎ
তোমরা “শ্যাডেন ফ্রয়েডা” করো না অর্থাৎ
তোমরা কোন ভাইয়ের বিপদ দেখে আনন্দিত হয়ো না
কারণ হতে পারে
তিনি তাকে এই বিপদ থেকে দয়া করবেন এবং
তোমাকেই সেই বিপদে নিক্ষেপ করবেন!
সো এখন থেকে একটু খেয়াল করা চাই কারণ
রাসূল বলেছেন, মানে হলো
এটা এখন থেকে করা যাবে না
রাসূল বলেছেন, এর মানে হলো
এর পিছনে একটা হিকমত আছে
আর ডোপামিনের ইফেক্ট এর কথা তো আগেই লিখেছি অনেক
এটা আমাদেরকে সেলফিশ করে তুলে এবং
সমাজ থেকে আলাদা করে ফেলে
সো নেক্সট টাইম
এমন কোনো ইন্সিডেন্ট যদি আপনার সামনে প্রেসেন্টেড হয়
নিজেকে তখন কনসাসলি প্রশ্ন করবেন
রাসূল মানা করেছেন!
তারপরেও কি এটা নিয়ে “শ্যাডেন ফ্রয়েডা” করবো?
করাটা কি আদৌ ঠিক হবে?
Share: