দুআই মুমিনের আসল অস্ত্র!

গত তিনদিন থেকে দাঁতে ব্যথা
ডাক্তারের কাছে যাওয়ার উপায় নাই
কারণ আমার নাকি এখনো মেডিকেল কভারেজ হয় নাই
কোনো মানে হয়!!!
ফালতু দেশের ফালতু সিস্টেম!
দেশে থাকলে দৌড় দিয়ে নাবিলির কাছে যাইতাম
কাজ হয়ে যেত
আর এখন পয়সা নিয়ে বসে আছি
কিন্তু চিকিৎসার উপায় নাই
দাঁতে ব্যথা যার উঠে তাকে যদি কখনো
১ থেকে ১০ এর স্কেলের মধ্যে স্কোরিং করতে বলেন
প্রতিবার উত্তর আসবে ১০
তার যদি জীবনে হাড্ডিও ভেঙে থাকে
ওপেন হার্ট সার্জারিও হয়ে থাকে কিংবা
প্রসব যন্ত্রণাও উঠে থাকে
তবুও সে বলবে
সবগুলোর তুলনায়
ইহা ১০!
এই ১০ নম্বর স্কোরিং নিয়ে গত দুই দিন ছটফট করে যাচ্ছি
লবঙ্গ, লবণ পানি, এডভিল রোলাক এন্টিবিউটিক কিংবা ভোল্টালিন
যেই ডাক্তার যা তালিম করছে
সব আমল করছি
কোনো আমলই কাজে আসছে না
পরিশেষে আজ তাহাজ্জদের সময় কি মনে করে
বললাম
আল্লাহ তুমিই ভরসা
ব্যথার জায়গাটা দোয়া করে অবশ করে দাও
কিছুটা চোখ লেগে আসলো
উঠে দেখি
ব্যথার জায়গাটা কেমন ভার ভার হয়ে আছে
অনেকটা লোকাল এনেস্থেসিয়ার মত
হালকা ব্যথা আছে তবে সহনীয়
সকাল থেকে এখনো ব্যথার ওষুধ খাওয়া লাগেনি!
সবাই দুয়া কইরেন যেন
লোকাল এনেস্থেশিয়ার প্রভাব পার্মানেন্ট সলিউশন না হওয়া পর্যন্ত যেন অব্যাহত থাকে
দুয়া দরকার
কারণ
দুআই মুমিনের আসল অস্ত্র!
আবারো প্রমাণিত!!
Share: