প্রোবাবিলিটি মডেলস ফর ইকোনোমিক ডিসিশন

দেশি অর্গানাইজেশন গুলোতে
এখনো প্রোবাবিলিস্টিক মডেলের ইউস করে
সিমুলেশনের মাদ্ধমে ডিসিশন মেকিং করার কনসেপ্টটা ফ্লারিশ করে নি
এখনো বেশির ভাগ ডিসিশন নেয়া হয়
গাঁট ফিলিংসের ভিত্তিতে
কারণ এমন যে একটা এপ্রোচ আছে
এই কন্সেপ্টটাই অনেকের জানা নেই
জানা থাকবে কি করে
ইউনিভার্সিটির পাঠসূচিতে এখনো এপ্রোচ গুলো শিখান হয় না!
এক্সেল আর প্রোবাবিলিস্টিক মডেল একটা দুর্দান্ত কম্বিনেশন
আর এই দুর্দান্ত কম্বিনেশনটাই ঘটিয়ে দেখিয়েছিলেন
শিকাগো ইউনিভার্সিটির ইকোনমিকসের এই নোবেল বিজয়ী অধ্যাপক
ডক্টর রোজার মায়ের্সন
প্রায় ১৫ বছর আগে তার এই বইয়ের কিছু চেপ্টার পড়ে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম
তারপর থেকে হন্য হয়ে খুজেছিলাম বইটি
আজ এসে তিনি ধর্ণা দিলেন
কিছুক্ষন হাতে নিয়ে চুপ করে বসে ছিলাম!
ইচ্ছে আছে একদিন সহজ বাংলায় কনসেপ্টটি বই আকারে প্রেসেন্ট করার
সাথে হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতে কোর্সও চালু করার
এই ফিল্ডে এখনো একটা বড় গেপ রয়ে গেলো দেশে!
কিছু একটা করা দরকার!
Share: