রিং স্ট্রাকচার বাকারা

রিং স্ট্রাকচার নিয়ে ডিটেলস লিখবো বলেছিলাম
আজ লিখলাম বাকারার নিয়ে
রিং স্ট্রাকচার কী?
যারা জানি না তাঁদের জন্য আবারো একটু বলে রাখি
এটি হলো কোরানের কন্টেন্টের গুলোর এক অদ্ভুত শৈলী
সাধারণত আমরা লিখি লিনিয়ার ফরমেটে
যেমন
প্রথমে টপিক ১ তারপর টপিক ২, ৩, ৪ এবং ৫ তারপর ৬ এবং ৭
রিং স্ট্রাকচারে এই সাজানো টি ভিন্ন
এখানে টপিক ১ টপিক ৭ এর সাথে মিল থাকে
টপিক ২ মিল থাকে টপিক ৬ এর সাথে
টপিক ৩ মিল থাকে টপিক ৫ এর সাথে
আর সাধারণত সেন্ট্রাল থিম থাকে মাঝের টপিকে
এই ক্ষেত্রে টপিক ৪ এ
সূরা বাকারায় এমনি ৭ টি মেজর টপিক নিয়ে ডিসকাসড হয়
সেই ৭ টি টপিকের আবার ইন্টারনাল সাব টপিক ও আছে
অবাক বিষয় হলো
শুধু মেজর টপিক গুলোই রিং স্ট্রাকচার ফলো করে না,
করে তার সাব টপিক গুলোও
নিচে মেজর এবং মাইনর টপিক গুলো দিয়ে দিলাম
এক নিঃশ্বাসে পড়বেন না
পড়লে হয়ত মিলটি চোখে ধরা পরবে না
বুঝার সুবিদার্থে একটা ভিসুয়ালস শেয়ার করলাম
শুরু করি…..
বিসমিল্লাহ:
টপিক ১
১.১ মুমিন বনাম কাফির
১.২ চ্যালেঞ্জ :পারলে একটা সূরা তৈরী করো
১.৩ আল্লাহই জীবন দান করেন, তিনিই আবার উঠাবেন
টুপিক ২
২.১ হজরত মুসা বনি ইসরাইলিদের আইন প্রদান করেন
২.২ বনি ইসরাইলের গরু কোরবানি দিতে গায় সারা ভাৱ
টুপিক ৩
৩.১ হজরত ইব্রাহিম কে টেস্ট করা হয়েছে
৩.২ হজরত ইব্রাহিম কাবা নির্মাণ করলেন
৩.৩ তিনি দুয়া করলেন পরবর্তী পুরুষ যেন আল্লাহকেই ইবাদত করেন
টুপিক ৪
৪.১ কাবা হলো নতুন কিবলা
৪.২ এটা একটা টেস্ট
৪.৩ ভালো কিছু করায় প্রতিযোগিতা করো
টুপিক ৫
৫.১ মুসলিমদের টেস্ট করা হবে
৫.২ মুসলিমদের হজ্জের আদেশ
৫.৩ সাবধানবাণী পূর্ব পুরুষদের মূর্তি পুজো যেন না করা হয়
টুপিক ৬
৬.১ রাসূলুল্লাহ মুসলিমদের আইন প্রদান করেন
৬.২ মুসলিমদের বলা হয়েছে, গায় সারা না, পুরোপুরি ইসলামে দাখিল হওয়ার জন্য
টুপিক ৭
৭.১ কাফিরদের বিরুদ্ধের সংগ্রামে মোমিনদের উৎসাহ প্রদান
৭.২ চ্যালেঞ্জ: হজরত ইব্রাহিম রাজাকে বলেন পারলে তুমি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠাও
৭.৩ আল্লাহই জীবন দান করেন, তিনিই আবার উঠাবেন
বিস্বাস হয়?
যে এই সূরার ২৮৬ টি আয়াত খণ্ড খণ্ড ভাবে প্রায় ২২ বছর ধরে রিলিজড হয়েছিল!
তাও আবার কোনো রিটেন ফরমেটে না, ওরালি!
তবুও কি বলবেন
কোনো ডিভাইন হস্তক্ষেপ ছাড়াই এমন নিপুণ শৈলী সম্ভব?
Share: