আব্বা! সামাদ মানে কি?
আবরারকে ইখলাসের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং শিখাচ্ছিলাম
এক পর্যায়ে বললাম
“স্রষ্টা হলেন সামাদ”
সাথে সাথে তার প্রশ্ন
আব্বা! সামাদ মানে কি?
মনে হলো
প্রশ্নটি তো একসময় আমারও ছিল
ইনফেক্ট
মনে হয় প্রশ্ন টি আমাদের সবার এখনো আছে
তাই লিখা,
প্রতিটা সুরার একটা আমুদ থাকে
আমুদ অর্থ পিলার বা খুঁটি
আরবরা তাদের টেন্টের প্রধান পিলারকে আমুদ ডাকতো
অর্থাৎ একটা জিনিসের সব থেকে ইম্পর্ট্যান্ট এন্ড সেন্ট্রাল পিলার হলো আমুদ
ইখলাসের আমুদ হলো এই “আস সামাদ” বা “দা সামাদ” শব্দটি
কোরানে একই ওয়ার্ড অসংখবার রিপিট হয়েছে
তবে সামহাও এই পার্টিকুলার ওয়ার্ডটি পুরো কোরানে কেবল একবার এবং একমাত্র ইখলাসেই এসেছে
আর এই একটি শব্দের ওজন এতটাই ভারী পরে যে
মাত্র একটি অকারেন্সের দরুন
পুরো কোরানের সেন্ট্রাল গ্রেভিটি সিস্টেম শিফট হয়ে যায়
কারণ এই একটি অকারেন্সের কারনে ইখলাসকে সমগ্র কোরানের এক তৃতীয়াংশ বলা হয়
অথচ ওজনদার এই শব্দের সঠিক ওজন আমরা কখনই ফিল করলাম না
“আস সামাদ” শব্দের অর্থ নানান মুফাসসিরগণ নানান ভাবে দিয়েছেন
প্রায় ২০টির উপর মত পাওয়া যায়
কেউ বলেছেন
সামাদ হলো পারফেকশন
আবার কেউ বলেছেন
সামাদ হলো কোন কিছুর দিকে রুজু হওয়া
কেউ বলেছেন
সামাদ হলো তা যা কখনো চেঞ্জ হয় না
আবার কেউ বলেছেন
সামাদ হলো অবিনশ্বর!
যা কখনো শেষ হয় না
এতো শত শব্দের ভিড়েও যেন নিজেকে সামাদের সাথে কানেক্ট করতে পারলাম না
তাই আরো ডিপ ইনভেস্টিগেট শুরু করি
বুঝার চেষ্টা করি
আরবরা কীভাবে এই শব্দ টি প্রয়োগ করতো
তিনটে প্রয়োগ মনে গাঁথলো
প্রথম প্রয়োগ: এঙ্কর রোক
মাঝে মাঝে সমুদ্রের মাঝখানে কিছু বিশাল দৈত্যাকার এঙ্কর রোক পাওয়া যায়
যা সমুদ্র পৃষ্ঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে
নাবিকরা সেথায় জাহাজ বেঁধে রাখে
শত ঝড় ঝঞ্ঝাট কিংবা স্রোত, কোনো কিছুই এদের হেলাতে পারে না
এ এক দৃঢ় অনড় এঙ্কর পয়েন্ট
যা স্রোতে ভেসে যায় না
যা সময়ের সাথে বেঁকে যায় না
যাকে বিপদে আক্রে ধরা যায়
সমুদ্রের এই বিশাল বিশাল পাথরগুলোকে আরবরা সামাদ বলে সম্বোধন করতো
সামাদের দ্বিতীয় প্রয়োগ হলো যুদ্ধ ময়দান
যুদ্ধ ময়দানে যারা বড় বড় বীর ছিলেন
যেমন
হজরত খালিদ বিন ওয়ালিদ, হজরত উমার, হজরত হামজাহ কিংবা হজরত আলী
যাদের আসে পাশে থাকলে নিজেদের নিরাপদ মনে হতো
যারা তাদের বীরত্ব ও সাহসিকতা দিয়ে নিরাপত্তার এক বলয় সৃষ্টি করতো
এমন সব বীরদের আরবরা সামাদ বলে সম্বোধন করতো
আর তৃতীয় হলো গোত্র প্রধান
প্রাচীন আরবে গোত্রের প্রধানরা ছিল ফাইনাল অথরিটি
তাদের উপর কেউ কথা বলতো না
তাদের হুকুম সকলে এক বাক্যে মেনে নিতেন
তাঁদেরকেও সামাদ বলে সম্বোধন করতো
অর্থাৎ সামাদ হচ্ছে সেই পারফেক্ট অনড় দৃড় প্রটেক্টিভ লিডার
যার কাছে আমরা বিপদে টার্ন করতে পারি
যেথায় আমরা বার বার আশ্রয় নিতে পারি
যিনি আমাদের কে কন্সটেন্টলি প্রটেক্ট করার ব্রত নিয়েছে
ভেসে যাওয়া থেকে
কিংবা এক্সটার্নাল অ্যাটাক থেকে
যার ছত্রছায়ায় আমরা নিরাপদ বোধ করি
যার অন্যের উপর রিলাই করতে হয় না
বরং অন্যেরাই তার উপর রিলাই করে
এবং যার কথা আমরা এক বাক্য মেনে নিয়ে থাকি!
এমন ওজনদার বিশেষণ তো কেবল একমাত্র একজন সত্তার ক্ষেত্রেই খাঁটে!
তাই না?
আল্লাহুস সামাদ!
সো নেক্সট টাইম ইখলাস যখন পড়বেন
হড়বড়িয়ে না পড়ে সামাদে এসে একটু পস দিবেন
এর ওজনটা একটু ফিল করার চেষ্টা করবেন
দেখবেন শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যাচ্ছে!
গলাটা আনমনে হালকা করে ধরে আসছে!
Leave a Comment