স্নোয়ে আবরারের স্কুল বন্ধ
স্মরণকালের সব থেকে ঠান্ডা আবহাওয়া এক্সপেরিয়েন্স করলো ভেঙ্কিউভার
-১৬ ডিগ্রি
হিমাঙ্কেরও নিচে ১৬ ডিগ্রি!
আসার পূর্বে শুনেছিলাম
ভেঙ্কিউভার কানাডার সব থেকে উষ্ণ অঞ্চল
পোড়া কপাল আমার
আমার বেলাতেই তাকে এক্সসেপশনাল হতে হল!
জুম্মা পরতে গিয়েছি এই বরফ ঠেলে
ফিরেছি আঙুলের টন টন ব্যথা নিয়ে
কারণ এখানে স্নো নিষ্কাশন ব্যবস্থা যাচ্ছেতাই
ওদিকে রুমানাও ইউনিভার্সিটি যেতে পারেনি
মাঝ পথে থেকে বাসায় ফিরেছে
বাস থেকে নাকি নামিয়ে দিয়েছে
কারণ রাস্তা পিচ্ছিল হওয়ার দরুন
সামনে থেকে এক গাড়ি আরেক গাড়িকে লাগিয়ে দিয়েছে
রাস্তা পুরো স্টাক
লোকে বলে
কানাডা প্রিপেয়ার ফোর স্নো
ওহাইল ভেঙ্কিউভার রিয়্যাক্ট টুঁ স্নো
এখন সে রিয়্যাক্ট করছে
রিএকশনের দুটো উদাহরণ দেই
নামাজ থেকে এসে শুনি
ওয়াশিং মেশিনে পানি আসছে না
কেন?
লাইনের পানি জমে গিয়েছে
এখন অর্ধেক কাপড় ভিতরে
বাকি অর্ধেক কাপড় বাহিরে
আজকে আবার সকালে উঠে শুনি
আবরারের স্কুল থেকে নোটিশ এসেছে
“স্কুল বন্ধ”
কেন?
ঠাণ্ডায় স্কুলের পানির পাইপ ফেটে গিয়েছে
পাইপ দিয়ে চুয়ে চুয়ে পানি গড়াচ্ছে
পুরো স্কুল নাকি পানিতে টইটুম্বুর
কিছুক্ষণ আগে ফোনও দিয়েছে
কর্তৃপক্ষ জানতে চায়
আবরার ঠিক আছে তো?
আমরা কি বাসায়?
নাকি তারা ডে কেয়ার এরেঞ্জ করে দিবে!
মানে হুলুস্থুল একটা অবস্থা
পুরো ঘোটনার সূত্রপাত পানিকে ঘিরে
এটাকে বলে
“পানির এবনরমাল বিহেভিয়ার”!
“ঠাণ্ডায় পানি এক্সপান্ড করে”
ক্লাস এইটের ফিজিক্স
যৌবনে থিওরি পড়েছি
এখন প্রেকটিকাল দেখছি!
Leave a Comment