সারা জাহানের ম্যানেজমেন্ট!
অফিসের নতুন পলিসি:
১. যদি কোনো এমপ্লয়ি একদিনও সময় মত আসে তাহলেও তাকে এই মাসে বোনাস দেয়া হবে
২. যদি প্রতি দিন টাইম মতো আসে, প্রতিদিন একটা করে বোনাস দেয়া হবে
৩. যদি একদিনও সময় মত না আসতে পারে, জাস্ট একটা এপলোজি মেইল দিবে, তাতেও বোনাস দেয়া হবে
৪. যদি কোনো এমপ্লয়ি কোনো টাস্ক কমপ্লিট করে, সে প্রতি টাস্কএ একটা করে বোনাস পাবে
৫. টাস্ক কমপ্লিট করতে না পারলে আর একটা আপলোজি মেইল দিবে, তাতেও বোনাস দেয়া হবে!
মাস শেষ!
সবার অ্যাকাউন্টে স্যালারি হিট করলো
সবার চোখ ছানাবড়া!
সবাই এইচ আর এ হুমড়ি খেয়ে পরলো
সবাই নতুন পলিসি জানতে চায়
জানলো,
এই মাসে ম্যানেজমেন্ট কোনো এক উদ্ভূত কারণে এক্সট্রা জেনেরাস হয়ে গিয়েছিল
সবাইকে খালি বোনাস দিয়ে বেরিয়েছেন
সবাই আফসোস করা স্টার্ট করলো
ইশ! কেন প্রতিদিন টাইম মতো আসলাম না!
ইশ! কেন প্রতিটা টাস্ক কমপ্লিট করলাম না!
তবে এক জন এমপ্লয়ীকে পাওয়া গেলো,
কিউবিকোলের কর্নারের চুপ চাপ মন খারাপ করে বসে আছে
আজ তার একাউন্টে কোনো বোনাস ঢুকে নাই!
অর্থাৎ
সে একদিনও টাইম মতো অফিসে আসে নাই
সারা মাসে একটা টাস্কও কমপ্লিট করে নাই
এমনকি একটিবারের জন্য কোনো এপলোজি ইমেইল থ্রো করে নাই
তাই উলটো এখন ভাবছে
চাকরিটা না যায় যায়!
তার এই অবস্থা দেখে
এক কলিগ ফ্রাস্ট্রেটেড হয়ে বলে উঠলো
“কি বলেন আপনি!
এই মাসেও কেউ আবার বোনাস না পায় কিভাবে!
কি করলেন সারা মাস!
আপনি ভাই দূরে গিয়ে মরেন!”
পাশ থেকে আরেক কলিগ ফ্রাস্ট্রেটেড হয়ে বলে উঠেন
“আমিন!”
–
–
–
এটা একটা কল্প কাহিনি,
তবে ,
সম্ভবত একই ধরনের ফ্রাস্ট্রেশন জিব্রাইল আমিনকেও পেয়ে ছিল!
যেদিন জিব্রাইল আ: এসে বললেন
“ধ্বংস হোক সেই ব্যক্তি যে রামাদান পেলো
অথচ নিজেকে মাফ করাতে পারলো না!
যার জবাবে আমার নবীও বলে ছিলেন
“আমিন!
কারণ এই মাসে আল্লাহ এতটাই জেনেরাস হয়ে উঠেন
কেউ আবার মাফ পায় না কি করে!!!
–
–
জীবনে তো অনেক ভুল করলাম
তবে বুকে আশা
এখনো সুযোগ আছে
চলেন দৌড়াই!
বেশি বেশি মাফ চাই!
তাড়াতাড়ি ইমেইল ড্রাফট করি
এই বলে যে
ডিয়ার সারা জাহানের ম্যানেজমেন্ট,
শুনেছি আপনি ক্ষমাশীল
শুনেছি ক্ষমা করতেই আপনি ভালোবাসেন
আমাকে কি কাইন্ডলি একটু ক্ষমা করা যায়?
Leave a Comment