ইসরাইল কে কনডেম করুন
অস্থির চিত্তে লিখছি
বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে
আমার তো মনে হয় আমরা সকলেই কিছুটা বিচলিত
সবার বোধোয় একটাই চাওয়া
একটা শান্তিপূর্ণ সলিউশন
করোনার ধাক্কা মিটতে না মিটতে শুরু হলো রাশিয়া ইউক্রেন
মূল্যস্ফীতিতে জীবন যখন নাভিশ্বাস
শুরু হলো হামাসের প্রতিরোধ
ওয়ান ওয়ার্ল্ড স্লোগান নিয়ে যেখানে নেতারা কয়দিন আগেই এক হলো
অথচ সেই ওয়ান ওয়ার্ল্ড আজ ভেঙে দুই টুকরো
কারণ ইতিহাস সাক্ষ্য যে
ডাবল স্ট্যান্ডার্ড, ইনজাস্টিস আর পক্ষপাতিত্ব কখনই ভালো রেজাল্টস প্রডিউস করে না
এটাই লো অফ নেচার
ইউক্রেন নিজেদের প্রটেক্ট করলে বাহবা পাবে
আর ফিলিস্তিনিরা করলে দোষ
এই ডাবল স্ট্যান্ডার্ড থেকে বের হতে হবে
আম জনতা অবশ্য এখন বেশ কনফিউসড
ধর্মপ্রাণ মানুষ নীরবে দুয়া করে যাচ্ছে যেন
পেলেস্টাইনের নির্যাতন বন্ধ হয়
তারা আমেরিকাকে দোষারোপ দিচ্ছে আগুনে ঘি ঢালার অপরাধে
আবার তারাই সেই আমেরিকাকেই কিন্তু সাপোর্ট দিচ্ছে
বর্তমান সরকারকে সরানোর জন্য
মানে ইমানের কি যে একটা হযবরল অবস্থা!
দোষ দেয়া যায়?
একদমই না
এই কনফিউসিং স্টেটের নামই তো ফিতনা
তাহলে এখন ব্যক্তি পর্যায়ে কি করতে পারি আমরা?
আমার অ্যাডভাইস
ব্যক্তি পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় না তুলে
সেজদায় পরে দুয়া চাইতে থাকেন
আর সরকার পর্যায়ে?
মূল্যস্ফীতি আর দুর্নীতি রোধ করে সত্যের পাশে দাঁড়ান
ইসরাইল কে কনডেম করুন
পেলেস্টাইনকে সাপোর্ট করুন
তাহলে জনতাকে সাথে পাবেন
মনে রাখবেন জনতা
ক্রিকেটে যেমন ভালো খেললে বাহবা দিবে
আবার খারাপ খেললে গালি দিবে
তেমনি চলমান ইনফাস্ট্রাকটারের উন্নয়নে বাহবা দিবে
আবার সেই ইনফাস্ট্রাকটারের দুর্নীতিতে গন্ধ পেলে
আর ইকোনোমি ধসে গেলে গালি দিবে
এটাও স্বাভাবিক
তবে এটাও ভুলে যাবেন না যে
“আমরা ছোট প্লেয়ার”
স্ট্রেটেজিক অ্যাপ্রোচ নেন
সমরাস্ত্র নয় মেডিকেল টিম পাঠিয়ে পাশে দাঁড়ান
প্রয়োজনে সাহায্য দু জায়গাতেই পাঠান
পেলেস্টাইনেও এবং ইসরাইলেও
কেন?
কারণ অসুস্থতার কোনো সাইড হয় না!
দুখানেই শত শত মাসুম শিশুরা মারা যাচ্ছে
আমার নবি কি তার কট্টর নিন্দুককেও সেবা দিতে যান নি?
নবীর স্ট্যান্ডার্ড না হয় বাদ দিলাম
খোদ ক্রুসেড চলাকালীন ঘটনা মনে পরে?
মুসলিম কমান্ডার সালাউদ্দিন কি ওপর পক্ষের জেনারেলকে চলমান যুদ্ধ রত অবস্থায় রাতের আঁধারে গিয়ে সেবা দেন নি?
একটা জিনিস মাথায় রাখবেন
দিন শেষে
যুদ্ধে কিন্তু মানবতারই পরাজয় হচ্ছে
ছোট ছোট শিশু মারা পড়ছে
আর সেই দিন শেষে
শয়তান আড়ালে খুশিতে বগল বাজাচ্ছে!
আফসোস!
দুআ ছাড়া কিছুই নেই আর করার
আল্লাহ বিশ্ব বাসীকে শয়তানের এই চাল থেকে হেফাজত করুক!
বিশ্বে শান্তি কায়েম করুক!
আমিন!
Leave a Comment