মাস্টার অফ দা ইউনিভার্স

আবরার কার্টুন দেখছে
হি ম্যান, দা মাস্টার অফ দা ইউনিভার্স
ছোটবেলায় আমাদের অনেকেরই হয়তো দেখা হতো
হি ম্যান তার সোর্ড বের করে চিৎকার করে বলে উঠতো
“আই এম দা মাস্টার অফ দা ইউনিভার্স !”
আমরাও তাকে মিমিক করে লাঠি উঁচিয়ে বলে উঠতাম
“আই এম দা মাস্টার অফ দা ইউনিভার্স!”
স্মৃতি চারণের এক পর্যায়ে হঠাৎ খেয়াল হলো
আরে! মাস্টার অফ দা ইউনিভার্স তো একজনই!
কন্সপিরেসি থিওরিস্টদের মতো খেয়াল আসলো
কার্টুনের ওই ডায়ালগ কি নিছক কাকতালীয়?
থিওরি যাই হোক
সুযোগ হাতছাড়া করলাম না
বললাম,
আচ্ছা আব্বা?
বলতো আসল মাস্টার্স অফ দা ইউনিভার্স কে ?
শোল্ডার ঝাঁকিয়ে বললো
আল্লাহ!
টোনটা এমন যেন এটা না পারার কি আছে
এড করলাম
জানো, মাস্টার্সকে এরাবিকে কি বলে?
কি বলে?
মালিক
আর ইউনিভার্স কে?
কি বলে?
আ’ লাম
তবে অনেক গুলো ইউনিভার্সকে বলে মাল্টিভার্স
আর এটার এরাবিক হলো
আ’ লামিন
আরে এটা তো সূরা ফাতিহা !
কারেক্ট!
“আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
“মালিকি ইয়াও মিদ্দিন”
গুড!
পারপাস এচিভড!
Share: