প্রথম কোরান বিতরণ!

প্রায় সময়ই ভাবি
কি প্ল্যান মাথায় রেখে যে আল্লাহ এই অজপাড়াগাঁয়ে এনে ফেললেন!
উত্তর বোধহয় আজ কিছুটা মিললো
আমাদের নিচেই থাকেন
একদম সাদা মনের
অমায়িক মানুষ
বিশ্বাসে শিখ
ধর্ম কর্ম নিয়ে আমাদের প্রায় সময়ই আলোচনা হয়
ফাইনালি একদিন নিজ থেকেই জানালেন
“আমাকে কি কোরানের একটা সহজ কপি দেওয়া যাবে?”
অবশ্যই!
রিসার্চ করে একটা কপি পেলাম
শেক্সপিয়ার মার্কা না
একদম সহজ ইংলিশ
আমাজোনে অর্ডার দিয়েছিলাম
আজ হাতে পেলাম
পেয়েই উনাকে জানলাম
খুশিতে বাকবাকুম হয়ে নিতে আসলেন
হাতে নিয়ে ছোট বাচ্চার মতো খুশি হলেন
কোরান নিয়ে আরো অনেক কথা হলো
স্টার্কচারাল মিরাকেল নিয়ে বললাম
অবাক বিস্ময়ের শুনলেন
প্রশ্ন নিয়ে আবার ফিরে আসার কথা বলে অবশেষে প্রস্থান করলেন
উনার ইশারা বুঝা বড় দায়
কখন কাকে দিয়ে কোন কাজ যে করিয়ে নেন
একমাত্র তিনিই জানেন!
আজ এতদিন পর
এখানে আসাটা সার্থক মনে হচ্ছে
সাদা মনের ভাইয়েটার জন্য মন থেকে রইলো
অনেক অনেক অনেক দুয়া !
Share: