রাসূল ভার্সেস নবী

আরবি শিখতে গিয়ে একটা ইন্টারেষ্টিং জিনিস শিখলাম
চিঠি কে আরবিতে রিসালাহ বলে
কেউ যদি বলতে চায়
আমরা চিঠি লিখছি
তাকে বলতে হবে
নাকতুবু রাসিলা
আর আগে থেকেই জানা যে
নাবা হলো খবর
আর তখনই বিষয়টা হিট করলো
আরে তাইতো!
নবী আর রাসূলের পার্থক্য তো এখানেই
নবী ছিলেন সবাই তবে
যাদেরকে শুধু চিঠি দেয়া হয়েছিল তারাই কেবল রসূল
হাদিস শরীফ থেকে জানি
সর্ব মোট ৩১৩ জন এমন পত্র বাহক ছিলেন
আর ছিলেন ১ লক্ষ্য ২৪ হাজার খবর দাতা বা নবী
যখনি নতুন আইনের দরকার হত তখনি নতুন চিঠি ইস্যু হত
কারণ দুষ্টু লোকেরা প্রায়ই চিঠির কন্টেন্ট চেঞ্জ করে ফেলতো
যেমন হজরত ইব্রাহিমকে চিঠি দেয়া হয়েছিল
যা নবী ইসহাক ইয়াকুব ইউসুফ কেরি করেছিলেন
পরবর্তীতে নতুন আইন দরকার হলো
ইস্যু হলো নতুন চিঠি
বাহক হলেন হজরত মুসা
সেই চিঠির সংবাদ আবার অনেক কাল কেরি হলো
এলো নতুন চিঠি
বাহক হলেন হজরত দাউদ
মাঝে গেপ দিয়ে আরেকটা চিঠি
এবার বাহক হলেন হজরত ঈসা
পরে লম্বা একটা গেপ
কারণ লিখা হচ্ছিলো মানবজাতির জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট চিঠিটি
এবার আর চেঞ্জ হতে দেয়া যাবে না
সংরক্ষণ এর দায়িত্ব নিলেন প্রেরক নিজে
কারণ এটাই যে তাঁর শেষ চিঠি
দায়িত্ব অর্পণ করলেন তাঁর সব থেকে নির্ভরশীল বাহককে
আমার হাবিব কে!
আমার রাসূল কে!
Share: