সৃষ্টির আদি গল্প
সৃষ্টির আদি গল্প সবারই জানা
তবে কখনই বুঝিনি যে
কেবল মাত্র একটি ফল খাবার মাশুল এতো বড় কেন হবে?
স্রষ্টা কি এতটাই কঠিন?
আমার তো মনে হয় প্রশ্নের এঙ্গেলটাই ভুল!
কারণ আদি পিতার এই ভুল কে আল্লাহ নিজে একটা টার্ম দিয়েছেন
“ঝালালা “
সঠিক বাংলা “পদস্খলন”
যার অর্থ জীবনেও বুঝিনি
খুব সম্ভবত এজন্যই এঙ্গেলটাও বুঝিনি
বুঝেছি যখন ইংলিশ ট্রান্সলেশন পড়েছি
অর্থটা হলো “এ স্লিপ”
যেমন বাজার থেকে ১০ টা আইটেম আন্তে গিয়ে একটা ভুলে গেলে আমরা যে বলি
ওহও! স্লিপড মাই মাইন্ড!
এটা ওই স্লিপ
সহজ বাংলায়
“অতি সামান্য একটা একসিডেন্টাল ভুল”
আর এই সামান্য একটা আকসিডেন্টাল ভুলের খেসারত এতো বড়?
হতে পারে না
আবার বলি
সৃষ্টির সূচনার গল্পের উদ্দেশ্যটাই তাহলে আমরা ঠিক মতো ধরতে পারিনি।
আমাদের কে ধারণা দেয়া হয়েছে যে
পিতা দুষ্টুমি করেছিল তাই পৃথিবীতে পানিশমেন্টে আকারে তাকে পাঠানো হয়েছিল
অথচ কোরান পড়লে জানা যায়
একদম বিপরীত ঘটনা!
তার রিক্রুটমেন্টই হয়েছিল এখানে আসার জন্য!
আর এই পজিশনের আসার জন্য দরকার ছিল দুটো স্কিল সেট
প্রথম স্কিল সেট হলো লার্নিং কেপাসিটি
আর দ্বিতীয় স্কিল সেট হলো মরাল কেপাসিটি
অর্থাৎ তাঁকে এমন একজন হতে হবে
যে কিনা কন্টিনিয়াস লার্নিং এর মধ্যে থাকবে
এবং তাঁকে এমন একজন হতে হবে
যে কিনা ভালো মন্দ অপশন পেলে ইন্ডেপেন্ডেন্টলি চুস করতে পারবে
প্রথম টেস্টে তো তিনি তিনি দারুন সফল
ফেরেস্তাদের পিছে ফেলে পেলেন একদম গোল্ডেন এ+
আর দ্বিতীয় টেস্টে?
সাম হাউ এই দ্বিতীয় টেস্টের কথা আমরা খেয়ালই করি না!
আল্লাহ তাকে এই টেস্টার জন্য দিয়েছিলেন জাস্ট একটা অপশন
“সব গাছ থেকে খাও তবে এই পার্টিকুলার গাছের কাছেও যেও না”
আর এখানেই শয়তান তাকে সেই বিখ্যাত “স্লিপ” টা করায়
প্রশ্ন হলো
স্লিপ খাওয়ার পর আল্লাহ কি তাদের উপর খুব রেগে ছিলেন?
বিশেষ করে নারী জাতের উপর?
যার জন্য তারা সারা জীবন সাফার করে যাচ্ছে?
একদমই না!
কারণ পরবর্তী আয়াতেই তিনি জানান
“স্রষ্টা তার এপলোজি সাথে সাথেই একসেপ্ট করলেন এবং কিছু বিদায় এডভাইস দিলেন”
বললেন
“এখন তুমি রেডি!
এবার মিশনে নেমে পর!
সেখানে তোমাদের খানা দানার ব্যবস্থা করা হয়েছে
আর ভয় পেও না
আমি তোমাকে টাইম টু টাইম গাইডেন্স পাঠাবো
চিন্তার কিছু নেই!”
খুবই লজিকাল কথা বার্তা
কোথাও রাগ কিংবা প্রতিশোধ মূলক কোনো আলোচনা নেই!
যেটা বুঝলাম
স্রষ্টা এমন এক সৃষ্টি বানাতে চেয়েছিলেন
যাদের মধ্যে কন্টিনিয়াস লারনিয়ের কেপাসিটি থাকবে
এবং যাদের মধ্যে ইন্ডেপেন্ডেন্ট চয়েস নেয়ার ফ্রিডম থাকবে
লার্নিং টেস্ট তো আগেই হয়ে গিয়েছিলো
বাকি ছিল ইন্ডিপেন্ডেন্ট চয়েস লেসনের
দরকার ছিল একটা গ্রিন সিগনালের
যে আদম কখন রেডি?
তিনি সেইদিন রেডি হলো
যেদিন তিনি সেই স্লিপের বদৌলতে মানব ইতিহাসের প্রত্থম ইন্ডিপেন্ডেন্ট চয়েস টি নিয়েছিল
নিষিদ্ধ গাছ থেকে খাবো কি খাবো না!
অর্থাৎ স্লিপটাই ছিল সেই গ্রিন সিগন্যাল যে
প্রথিবী বিচরণের জন্য আদম এখন রেডি!
Leave a Comment