বণী ইসরাইলি

“মনে করে করে দেখো
আমি তোমাদের কাছ থেকে মজবুত ওয়াদা নিয়েছিলাম যে
একে ওপরের রক্তপাত করবে না
একে অপরকে বাড়ি থেকে বের করে দিবে না”
তোমরা একথা শিকার করেছিলে
কিন্তু আজ তোমরাই ওই লোক
যারা নিজেদের ভাইদের হত্যা করছ
নিজেদের কতক আত্মীয়স্বজনদের নিজেদের বাড়ি থেকে বের করে দিচ্ছো
জুলুম আর বাড়াবাড়ি করে দোল পাকাচ্ছ
আর যখন তারা যুদ্ধে বন্দি হয়ে আসে
তখন তাদের মুক্তির জন্য ফিদিয়া লেনদেন করছো
অথচ তাদেরকে বাড়ি থেকে বের করাটাই তোমাদের উপর একদম হারাম ছিল!
তার মানে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো
আর কিছু অংশ অমান্য কর?”
[সূরা বাকারার ৮৪ ও ৮৫ নং আয়াত]
তাদের এই খাসিলত আজকের না
অনেক পুরান
ডায়ালগ দেখলেই আন্দাজ করা যায়
বণী ইসরাইলিদের তিনি কি বলে শাসাচ্ছিলেন!
Share: