হেলোয়িন

আবরারের স্কুল থেকে বিশাল সাইজের একটা কুমড়া দিয়েছে

হেলোয়িন উপলক্ষ্যে কুমড়া!
এতো কিছু থাকতে কুমড়া কেন?
কারণ কুমড়ার ভিতরে নাকি আগুন জ্বালিয়ে হারিকেন বানাতে হবে
হারিকেনের নাম জেক ও লেংটার্ন বা জেকের হারিকেন
এই জেক নামক মানুষটাকে নিয়ে একটা মজার ইতিহাস আছে
এটা একটা আইরিস বা সেল্টিক মিথ
জেক এক ধুরন্ধর আইরিস ব্যক্তি
সে শয়তানকে পর্যন্ত একবার ধোঁকা দেয়
শয়তান থেকে কিছু টাকা ট্রিক করে মেরে দেয়
শুধু তাই না
শয়তানকে বাগে পেয়ে তার থেকে প্রমিস করিয়ে নেয় যে
মৃত্যুর পর শয়তান যেন তাকে ডিস্টার্ব না করে
আর তার আত্মাও কামনা না করে
এমতো অবস্থা জেক যখন মারা যায়
সে পরে মহা বিপাকে
একদিকে স্বর্গের দেবতারা জেকের মতো ধূর্ত কিসিমের মানুষকে স্বর্গে নিতে নারাজ
অন্যদিকে শয়তানও অভিমান করে তাকে আর নরকে নেয় না
বেচারা জেক দুনিয়াতেই ঘুরে বেড়ায়
দোয়া পরশ হয়ে শয়তান তাকে একটা জ্বলন্ত কয়লা দেয়
যেন সে পথ অন্ধকারে না হারিয়ে বসে
জেক তখন একটা সবজি কার্ভ করে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে একটা হারিকেন বানিয়ে নেয়
এই থেকে নাম হয় জেকের হারিকেন
তবে এর সাথে হেলোইনের কি সম্পর্ক?
বুঝতে হলে জানতে হবে আরেকটা সেল্টিক মিথ
প্রাচীন সেল্টিক রিজিয়নে
যা বর্তমানে বলা যায় গ্রেট ব্রিটেন এর বেশ কিছু জায়গা
সেখানকার মানুষ পেগান ছিল
এবং তাদের বাৎসরিক কেলেন্ডার শেষ হতো অক্টোবর ৩১ এ
এই দিনটাকে তারা সামহেইন ডে বলে ডাকতো
সামহেইন ছিল তাদের স্প্রিট বা মৃত্যুপুরীর দেবতা
অনেকটা গ্রিক মিথলজির হেডিস এর সমতুল্য
তাদের বিশ্বাস ছিল
এই দিনে মৃত পুরী থেকে আত্মাগুলো জাগ্রত হয়ে মানুষকে অ্যাটাক করে
এবং যদি কেউ জীবন দশায় কোনো স্পিরিটের সাথে খারাপ আচরণ করে তাহলে
সেই দিন সেই আত্মা তার দরজায় এসে কড়া নাড়তো প্রতিশোধের জন্য
এই জন্য আবার কিছু অতি চালকেরা একটা চিকন বুদ্ধি বের করে
নিজেদেরকে তারা স্পিরিটের মতো মাস্ক পরিয়ে ডিসগাইস্ড করে রাখতো
যেন স্পিরিট তাদের না চিনতে পারে
সাথে তারা হারিকেনও জ্বালিয়ে রাখতো
কারণ স্পিরিটেরা আগুন ভয় পায়
কালের বিবর্তনে সেই আগুন জেকের হারিকেনে রূপ নেয়.
এবার আসি হেলোইনে?
“হেলোয়িন” খ্রিষ্টানদের খুবই পবিত্র একটা দিন
এই দিনে তারা অতীতের মহান ও বড় সাধকদের স্মরণ করেন
দিনটি হলো “অল সেইন্ট ডে” অথবা “হেলোস ডে” কারণ হেলস এর শাব্দিক অর্থই সেইন্ট বা পবিত্র
দিনটি তারা উদ্‌যাপিত করে ০১ নভেম্বর এবং
এর আগের সন্ধ্যা কে হ্যালোস ইভনিং বা
সংক্ষেপে হেলোয়িন হিসেবে সম্বোধন করে
যখন সেল্টিকরা আটলান্টিক পারি দেয়
তখন তারা তাদের কালচারাল বিলিভ সহ পারি দেয়
তাই তারা যখন হ্যালোসের ইভনিং পালন করা স্টার্ট করে
তার মধ্যে কিছু কিছু স্পিরিটের ঐতিহ্য ও তারা ঢুকিয়ে দেয়
যার দরুন আজ
ছোট ছোট বাচ্চারা কুমড়া হাতে স্পিরিট সেজে সেলিব্রেট করে থাকে
অথবা জেক এর মতো বলে উঠে
ট্রিক ওর ট্রিট?
একদিকে সেটানিক রুট, অন্যদিকে ছেলের প্রথম স্কুল
ডাউস সাইজের কুমড়া নিয়ে আমি আছি কনফ্লিক্টেড অবস্থায়
কুমড়া টা কোনো রকমে বাসায় এনে আবরারের মাকে বললাম
দেখতো ভাজি করতে পারো কিনা
সাথে পারলে একটু শুঁটকিও দিও!
Share: