নামাজটা টায়ারিং লাগে না?

শুক্রবার!
রাস্তায় হাটু সমান বরফ
মাথায় চিন্তা
জুম্মায় যাবো কি করে?
একদিকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে
“দুর্যোগে তো বাসায় পড়ার হাদিস আছেই”
অন্যদিকে বিবেক বলছে
হাঁটু সমান বরফ ভেঙে যখন পার্কে যাও
তখন হাদিসের কথা মনে থাকে না?
দৃঢ় প্রত্যয় নিয়ে তাই বেরিয়ে পরলাম
যা আছে কপালে
বাস স্টান্ডে দাঁড়াতেই বাস পেয়ে গেলাম
নামতেই পিছন থেকে একজন ডাক দিয়ে বলল
স্কিউস মি!
আসে পাশে কি কোনো সিগারের দোকান আছে জানো?
সরি মেন্! নো আইডিয়া!
তবে আমি যেখানে যাচ্ছি সেখানে পেতে পারো, চলো!
আমার পিছে পিছে হাঁটা শুরু করলেন তিনি
নিচে বরফ আর উপরে বৃষ্টি
ভাগ্গিশ সাথে ছাতা ছিল
ছাতার নিচে তাকে আশ্রয় দিলাম
ছোট্ট জেসচার
এতেই তিনি গোলে গেলেন!
কথাও জমে গেলো
জানালেন
তিনি গোআ থেকে এসেছেন
ওয়াল্ট ডিজনির একজন বড় এনিমেটর
১০ বছর ধরে ওখানে কাজ করছেন
জিজ্ঞেস করলেন
কই যাচ্ছি
বললাম নামাজে
অবাক হয়ে প্রশ্ন করলো
প্রতি উইকে যেতে হয়?
বললাম,
প্রতি উইকে নারে ভাই দিনে ৫ বার পড়তে হয় আমাদের!
৫ বার!
টায়ারিং না!
আমি অবশ্য এসব বিস্বাস করি না!
কোনো প্রুফ টুফ নাই যে গড আছে
বললাম
নামাজটাকে আপনি ইন্সট্রাকশন হিসেবে দেখলে টায়ারিংই লাগবে
জাস্ট লাইক
আপনি যখন ছোট ছিলেন এবং যখন পড়তে বলা হত তখন টায়ারিং লাগতো
বার্ডেন মনে হত
অথচ এখন ক্যারিয়ার প্রোগ্রেসের জন্য কিন্তু নিজ থেকে ঠিকই পড়ে যাচ্ছেন
এখন কি টায়ারিং লাগে?
তেমনি
নামাজটা আসলে একটা সাকসেস টুল
অনেকটা মেডিটেশনের মত
এটা একটা মাইনফুল এক্সারক্সাইস
যা আপনাকে সব সময় প্রেসেন্স থাকাতে শিখায়
প্র্যাকটিস করলে খুবই রিফ্রেশিং লাগে
এটা আপনাকে স্পিরিচুয়ালি এন্ড মেন্টালি নার্চার করে
ও ওয়াও! জোস্স্ তো!
কখনো ভাবি নি তো এভাবে
এবার আসি আপনার প্রশ্নে
গড আছে কি নেই!
আমার কাছে অবশ্য প্রুফ আছে যে তিনি আছেন
তবে এটা একটা ডিপ ফিলসফিক্যাল ডিসকাশন
সময়ে কুলাবে না আজ
আই হপ আপনি আপনার সিগার সামনেই খুঁজে পাবেন
আমরা গন্তব্যে চলে এসেছি
থেঙ্কস ম্যান
আই রিয়ালি লাভড ইওর ভাইব
আই উইল ডেফিনেটলি লুক ইনটু ইট
অল দা বেস্ট
বলে মসজিদের দিকে হাঁটা দিলাম
হাঁটছি আর ভাবছি
ওয়াসওয়াসায় পরে আজ বের না হলে
ইমানের এই ছোট্ট বীজটি কি বপন করা হত?
Share: