নাহলে কি তিনি গাফ্ফার!

ল্যাপটপটা কার্পেটের উপর ভুলে ফেলা ছিল
বিকালে অন করতেই দেখি স্ক্রিন খানা চৌচির
আবরারের কীর্তি নিশ্চই!
ভাঙা স্ক্রিন দেখিয়ে ডেকে বললাম
কি ভাবে হলো এটা?
ভয়ে ভয়ে হাগ্ দিয়ে বলল
আই এম রিয়েলি সরি আব্বা
দেখতে পাইনি
একসিডেন্টলি স্ট্রাম্পটড অন ইট
প্লিস ফরগিভ মি!
অর্থ:
সে ভুল করে না দেখে পারা দিয়ে ভেঙে ফেলেছে
পারাটা মনে হলো যেন ঠিক পেটের উপর গিয়েই পরেছে
তবুও তার এই তড়িৎ অনুসূচনাময় সরল স্বীকারোক্তিতে কিছু বলতে পারলাম না
আহত হৃদয়ে তাই ছোট্ট ভয় পাওয়া বাচ্চাটাকে এসিউর করলাম
ইটস ওকে আব্বা
ডোন্ট ওরি
যাও
আর ঠিক তখনি বিষয়টা হিট করলো
ইনসান শব্দটা তো এসেছেই আরবি শব্দ ইনসা থেকে
যার অর্থই হলো ভুলে যাওয়া
আমিও সাথে সাথে তাই বলে উঠলাম
হে আল্লাহ আমিও তো ইনসান
আমিও তো বার বার ভুলে যাই
ভুলে গিয়ে বার বার ভুল করি
আমার মত অতি নগন্য সত্তা যদি
ছেলের এই ভুলের আরতিতে বিগলিত হয়ে ক্ষমা করে দিতে পারে
তুমি অসীম দয়াবান সত্তা কি আমারও অতীতের ভুল গুলো একটু বিগলিত হয়ে ক্ষমা করে দিতে পারো না?
তুমি তো ক্ষমা করতে ভালোইবাসো
উত্তরও সাথে সাথেই ফিল করি
কফোঁটা জল গড়িয়ে পরে
ফিল করি
নিশ্চই পারে!
নাহলে কি তিনি গাফ্ফার!
নাহলে কি তিনি রহমান!
Share: